স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২ জানুয়ারি : নাশকতার আগুনে পুড়লো যাত্রীবাহী অটো। ঘটনা মেলাঘর পূর্ব চন্ডিগড় টাওয়ার চৌমুহনী মসজিদ সংলগ্ন পূর্ব চন্ডিগড় গ্রাম পঞ্চায়েতের ৬ নম্বর ওয়ার্ড এলাকার সিরাজ মিঞার অটো। জানা যায় গত পাঁচ মাস আগে এই অটো গাড়ি ক্রয় করেছিলেন সিরাজ মিঞা, কিন্তু আয়ের একমাত্র উৎস এই অটো গাড়িটি। রবিবার রাতে তার উঠোনে রাখা ছিল অটো গাড়িটি। কিন্তু গাড়িটিতে আগুন লাগিয়ে দেয় দুষ্কৃতীরা। পরবর্তী সময়ে পরিবারের লোকজনদের আগুনের তাপে ঘুম ভাঙ্গে, দেখতে পায় গাড়িতে আগুন জ্বলছে।
সাথে সাথে ফোন করা হয় মেলাঘর দমকল কর্মীদের। কিন্তু দীর্ঘ আধ ঘণ্টা অতিক্রান্ত হয়ে গেল মাত্র ১ কিমি পথ অতিক্রম করে আসেন নি মেলাঘর ফায়ার স্টেশনের দমকল কর্মীরা। শেষ পর্যন্ত কাকড়া বন ফায়ার স্টেশনের কর্মীদের অবগত করা হলে তারা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তখন ছুটে আসে মেলাঘর ফায়ার স্টেশনের ইঞ্জিন। কিন্তু ততক্ষণে গাড়িটি পুড়ে ভস্মিভূত হয়ে যায় বলে অভিযোগ সিরাজ মিয়ার। সিরাজ মিয়ার আরো অভিযোগ অন্য একটি ঘরেও আগুন লাগার চেষ্টা করে দুর্বৃত্ত। কিন্তু দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়। নাহলে আগুনে ছাই হয়ে যেত পুরো বাড়ি। এ বিষয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মেলাঘর থানার পুলিশ একটি মামলা হাতে নিয়ে ঘটনা তদন্ত শুরু করেছে।