স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১ জানুয়ারি : জিপি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রয়াত হলেন রাজ্যের রাজস্ব মন্ত্রী নরেন্দ্র চন্দ্র দেববর্মা। রবিবার দুপুর ২ টা ৪৭ মিনিটে প্রয়াত হন তিনি। মৃত্যুর খবরটি নিশ্চিত করেন জিবি হাসপাতালে দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ সঞ্জীব দেববর্মা। গত ৩০ ডিসেম্বর দুপুরে নিজ বাসভবনে ব্রেন স্ট্রোক হয় তাঁর। সেখান থেকেই নিয়ে যাওয়া হয় আই জি এম হাসপাতালে। অবস্থা গুরুতর হওয়ায় স্থানান্তর করা হয় জি বি পি হাসপাতালে। রাতে অস্ত্র প্রচার করা হয় মন্ত্রী এন সি দেববর্মার।
শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আই সি ইউ মধ্যে চিকিৎসাধীন ছিলেন। অবশেষে রবিবার দুপুরে প্রয়াত হন তিনি। ২০১৮ সালের বিধানসভা নির্বাচনে ১২ টাকারজলা জনজাতি সংরক্ষিত আসন থেকে আইপিএফটির প্রার্থী হিসেবে বিধানসভায় প্রতিদ্বন্দ্বিতা করেন নরেন্দ্র চন্দ্র দেববর্মা। এই নির্বাচনে জয়ী হয়ে রাজ্য মন্ত্রী সভায় স্থান পান তিনি। রাজস্ব দপ্তরের পাশাপাশি তিনি বনদপ্তরের মন্ত্রী ছিলেন। দীর্ঘদিন ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছিলেন।
এরই মাঝে ব্রেন স্ট্রোক করে তাঁর। মৃত্যুকালে মন্ত্রী এন সি দেববর্মার বয়স হয়েছিল ৮১ বছর। স্ত্রী সহ এক ছেলে ও এক মেয়ে এবং অসংখ্য গুণ মুগ্ধদের রেখে গেছেন তিনি। তার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়তেই জিবিপি হাসপাতালে ভিড় জমায় দলীয় কর্মী সমর্থক নেতৃত্ব ও পরিবারের সদস্যরা। ছুটে যান জোট শরিক বিজেপি দলের নেতৃত্ব। জানা গেছে সোমবার তেলিয়ামুড়া স্থিত উত্তর মহারানীপুরের নিজ পৈত্রিক বাসভবনে শেষকৃত্য সম্পন্ন হবে প্রয়াত মন্ত্রী এন সি দেববর্মার। খবরটি ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে আসে রাজনৈতিক মহলে। আইপিএফটি দলের প্রধান মুখ ছিলেন তিনি। নির্বাচনের প্রাকলগ্নে দলের জন্য বড় ক্ষতি বলে মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল। সামাজিক মাধ্যমে শোক জ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।