স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১ জানুয়ারি : ইংরেজি নববর্ষের প্রথম দিনে রাজ্যবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। তিনি রাজ্যবাসীর মঙ্গল কামনা করেন। সর্বাঙ্গীর কুশলের মাধ্যমে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গঠিত হবে। রবিবার ত্রিপুরা সিভিল সার্ভিস অফিসার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে উমাকান্ত একাডেমির পুরাতন বিল্ডিং কমপ্লেক্সে আগরতলা পুর নিগমে আবর্জনা সংগ্রহের কাজে নিয়োজিত কর্মীদের শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। তিনি বলেন, উন্নয়ন ছাড়া কোন কিছু সম্ভব নয়।
এ অবস্থায় যারা বিরোধী ভূমিকা পালন করছে তারা ব্যস্ত কে কার সঙ্গে থাকবেন এই নিয়ে। তারা এই কাজে ব্যস্ত থাকুক। সরকার তার উন্নয়নমূলক কাজ চালিয়ে যাচ্ছে। তাদের এই ব্যস্ততার মাঝেই তারা হারিয়ে যাবে। সেবাই সংগঠনের মানসিকতা নিয়ে চলে সরকারি দল। প্রধানমন্ত্রী দায়িত্ব দিয়েছেন কাজ করে যাবার। কাজের কোন বিকল্প নেই। সে দিশায় সরকার কাজ করছে। প্রতিটি স্থানে মানুষের মৌলিক চাহিদা পূরণে কাজ করছে সরকার। অন্তিম ব্যক্তি পর্যন্ত সরকারি সুবিধাগুলি পৌঁছে দেওয়া হচ্ছে। পরিকাঠামোর উন্নয়ন এবং বেনিফিশিয়ারি প্রকল্পগুলির সঠিক বাস্তবায়ন ঘটানোর উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। সামরিককালে রাজ্যে এত উন্নয়ন সাধিত হয়েছে যে প্রতিটি জায়গায় সশরীরে উপস্থিত থাকার মত সময় মিলছে না বলে দাবি করেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে এদিন এছাড়াও উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, ত্রিপুরা সিভিল সার্ভিস অফিসার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক অসীম সাহা সহ অন্যান্যরা।