Sunday, May 19, 2024
বাড়িরাজ্যকর্মচারী আন্দোলন আগরতলা শহরে

কর্মচারী আন্দোলন আগরতলা শহরে

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১ জানুয়ারি :  নববর্ষের প্রথম দিন আগরতলা শহরে কর্মচারী আন্দোলন সংগঠিত হয়। নির্বাচনের পাক লগ্নে সরকারকে প্রতারক বলে এদিন কাঠগড়ায় দাঁড় করায় কর্মচারী মহল। ২০১৮ সালে ভীষণ ডকুমেন্টে সরকারি কর্মচারীদের জন্য বিজেপির প্রতিশ্রুতি ছিল রাজ্যে সরকার প্রতিষ্ঠিত হয়ে সপ্তম প্রে কমিশন প্রদান করা হবে। সেই প্রতিশ্রুতি গত ৫৭ – ৫৮ মাসের পালন করতে পারল না সরকার।

 এছাড়াও কর্মচারী বঞ্চনা চরমে উঠেছে বর্তমান সরকারের আমলে। এমনটাই অভিযোগ তুলে ইংরেজি নববর্ষের প্রথম দিন রাস্তায় নামলো কর্মচারী সংগঠন। পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটির পক্ষ থেকে আগরতলা সিটি সেন্টারের সামনে থেকে শহরে একটি বিক্ষোভ মিছিল সংঘটিত করা হয়। মিছিলে পর প্যারাডাইস চৌমুহনি এলাকায় এক পথসভায় ত্রিপুরা কর্মচারী সমন্বয়ে কমিটির সাধারণ সম্পাদক স্বপন বল সরকারের তীব্র সমালোচনা করে বলেন, বছরে দুবার নির্দিষ্ট সময়ে মহার্ঘ ভাতা সরকারি কর্মচারীদের জন্য ঘোষণা না করে রাজ্য সরকার একসাথে ১২ শতাংশ মহার্ঘ ভাতা ঘোষণা করে ইতিহাস বলে কর্মচারীদের সাথে বিভ্রান্ত করেছে। তাই রাজ্য সরকারের উদ্দেশ্যে সরকারি কর্মচারীরা বার্তা দিতে চায় মূর্খ নয় কর্মচারী মহল। ত্রিপুরা রাজ্যে কোন এক সময় কুড়ি শতাংশ মহার্ঘ ভাতাও ঘোষণা করা হয়েছিল। তাই ১২ শতাংশ মহার্ঘ ভাতা ঘোষণা করে ইতিহাস বলে কর্মচারীরা মূর্খের স্বর্গে বাস করছে বলে ভাবছে রাজ্য সরকার। এবং এর জন্য সরকার কর্মচারীদের কিছু দালালকে রাস্তায় নামিয়ে মিথ্যা প্রচার করছে বলেও সরকারের সমালোচনা করেন তিনি। তাই এ ধরনের প্রতারণা বন্ধ করে সরকারকে সজাগ করতে এদিনের উদ্যোগ বলে জানান তিনি। সরকারি কর্মচারীদের বকেয়া ডি এ এবং ডি আর সরকারকে মিটিয়ে দিতে হবে। অনিয়মিত কর্মচারীদের মধ্যে যারা ১০ বছর অতিক্রান্ত করে ফেলেছে তাদের সহসায় নিয়মিতকরণ করতে দাবি জানান। এর পাশাপাশি সরকারি দপ্তর গুলিতে শূন্যপদ পূরণ করার জন্য দাবি জানান তিনি। সরকার যদি অবিলম্বে এই দাবি গুলি পূরণ করার জন্য ব্যবস্থা গ্রহণ না করে তাহলে রাজ্যের কর্মচারীরা অধিকার আদায়ের জন্য বিকল্প পথ বেছে নেবে বলে হুঁশিয়ারি দেন স্বপন বল। আরো বলেন, আজকের মিছিল থেকে যে ১০ দফা দাবি সরকারের উদ্দেশ্যে তুলে ধরা হয়েছে সেই দাবিগুলি ২০১৮ সালে সরকার প্রতিষ্ঠিত হওয়ার আগে প্রতিশ্রুতি সবরূপ প্রদান করা হয়েছিল।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য