স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩১ ডিসেম্বর : শারীরিক অসুস্থতার কারণে জিবি হাসপাতালে চিকিৎসাধীন রাজস্ব দপ্তরের মন্ত্রী এন সি দেববর্মা। শনিবার অসুস্থ মন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজখবর নিতে জিবি হাসপাতালের আই সি ইউ বিভাগে ছুটে যান উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা। উপমুখ্যমন্ত্রী সেখানে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সাথে কথা বলে মন্ত্রী এন সি দেববর্মার শারীরিক অবস্থার খোঁজখবর নেন। তারপর উপমুখ্যমন্ত্রী দ্রুত আরোগ্য কামনা করেন।
উল্লেখ্য, শুক্রবার দুপুরে নিজ বাসভবনে আচমকা শারীরিকভাবে অসুস্থতা বোধ করেন তিনি। পরিবারের লোকজনেরা সাথে সাথে তাঁকে নিয়ে যায় আইজিএম হাসপাতালে। কিন্তু কর্তব্যরত চিকিৎসক মন্ত্রী এন সি দেববর্মাকে জিবি হাসপাতালে স্থানান্তর করেন। চিকিৎসকরা শারীরিক পরীক্ষা নিরীক্ষা করে জানান, এদিন কার্ডিও ভাসকুল্যার হয়ে ব্রেনের মধ্যে রক্ত জমাট বেঁধে গেছে। রাতেই তাঁর অস্ত্র প্রচার হয়। বর্তমানে চিকিৎসা চলছে মন্ত্রী এন সি দেববর্মার।