স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩১ ডিসেম্বর : রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক ১০,৩২৩ -এর সাথে প্রথম দফায় বৈঠক করে আইনি বিশেষজ্ঞদের কাছ থেকে মতামত নিয়েছেন। কিন্তু আইনি বিশেষজ্ঞদের কাছ থেকে মতামত গ্রহণ করার পর এখন পর্যন্ত মুখ্যমন্ত্রীর কাছ থেকে কোনরকম সাড়া পাওয়া যায়নি। তাই আগামী ৩ জানুয়ারি সকাল ১১ টা সময় রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে জমায়েত হয়ে মহাকরণের উদ্দেশ্যে রওনা হবেন ১০,৩২৩ -এর শিক্ষক শিক্ষিকারা।
এবং এদিন মহাকরণ অভিযানে গিয়ে মুখ্যমন্ত্রীর কাছ থেকে জানতে চাওয়া হবে রাজ্য সরকার চাকরিচ্যুত ১০,৩২৩ শিক্ষক শিক্ষিকাদের নিয়ে কী সিদ্ধান্ত গ্রহণ করেছেন। গত ২৬ ডিসেম্বর ১০,৩২৩ -এর যৌথ মঞ্চের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে শনিবার আগরতলা প্রেস ক্লাবের সামনে সাংবাদিক সম্মেলন করে জানান বিজয় কৃষ্ণ সাহা। তিনি আরো বলেন, প্রথম দফার বৈঠকের পর দ্বিতীয় দফার বৈঠক করার কথা ছিল মুখ্যমন্ত্রীর। কিন্তু দ্বিতীয় দফার বৈঠকটিও করেননি তিনি। নির্বাচন সহসাই ঘোষণা হয়ে যাবে। আর নির্বাচন ঘোষণা হয়ে গেলে ১০,৩২৩ -এর সমস্যার সমাধানের কোন পথ বাকি থাকবে না। তাই কি সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী তা জানাতে হবে নির্বাচন ঘোষণা হওয়ার আগেই বলে জানান তিনি। এদিন চাকরিচ্যুত শিক্ষক-শিক্ষিকারা মুখ্যমন্ত্রীর দরবার থেকে জানতে চাইবে কি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, নাকি সরকার এই সমস্যার সমাধান করতে পারছে না। আয়োজিত সাংবাদিক সম্মেলনে দিন উপস্থিত ছিলেন সংগঠনের নেতা কমল দেব সহ অন্যান্যরা।