স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩১ ডিসেম্বর : বিশ্রামগঞ্জ ছেচুড়ীমাই সড়কে ভয়াবহ দুর্ঘটনায় পড়ল পণ্যবাহী অটো। ঘটনায় গুরুতর আহত অটো গাড়ি চালক। জানা যায় শনিবার দুপুরে নাগাদ TR 01 A 1568 নাম্বারে একটি পণ্যবাহী অটো বিশ্রামগঞ্জ থেকে আগরতলা যাওয়ার পথে দ্রুত গতিতে থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ছেচুড়িমায় সড়ক থেকে রাস্তার পাশে কলাবাগানে উল্টে যায়। গুরুতর আহত হয় অটো চালক সজল দাস। বয়স ৪৮ বছর।
বাড়ি আগরতলা সাধুটিলা এলাকায়। প্রত্যক্ষদর্শীরা দেখতে পেয়ে খবর দেয় বিশ্রামগঞ্জ অগ্নি নির্বাপক দপ্তরে। বিশ্রামগঞ্জ অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহত গাড়ি চালক সজল দাসকে উদ্ধার করে বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। অবস্থা আশঙ্কাজনক দেখে রেফার করা হয় জিবি হাসপাতালে।