Thursday, January 16, 2025
বাড়িরাজ্যপিকনিকে গিয়ে আক্রান্ত ৪

পিকনিকে গিয়ে আক্রান্ত ৪

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩১ ডিসেম্বর :  নীরমহলে পিকনিকে যাওয়া যুবকদের স্থানীয় সমাজদ্রোহীদের হাতে মার খেতে হলো। আহত হয় চারজন। তারা সকলে বিশ্রামগঞ্জের। ঘটনার সূত্রপাত সাউন্ড বক্সের ভলিউম বাড়ানোকে কেন্দ্র করে। বিশ্রামগঞ্জ থেকে ২০ থেকে ২২ জন নীরমহলে পিকনিক করার জন্য যায়। পিকনিকে আসার পর মেলাঘর দেবনগরের রাজু দাস ও কৃষ্ণ দাস পিকনিকে আসা লোকজনের উপর আক্রমণ করতে থাকে।

কারণ বিশ্রামগঞ্জ থেকে আসা লোকজনের বক্সের সাউন্ড কেন বাড়ানো হয়েছে, তার জন্য কিল,ঘুসি, লাথি রড দিয়ে আঘাত করে। এতে বিশ্রামগঞ্জ থেকে পিকনিকে আসা আহত চারজনকে পুলিশ মেলাঘর হাসপাতালে নিয়ে যায়। এর মধ্যে বিশ্রামগঞ্জের প্রসেনজিৎ দেবনাথ এর অবস্থা খারাপ হওয়া মেলাঘর হাসপাতাল থেকে আগরতলা জিবিতে রেফার করা হয়। বাকি তিনজন সনজিৎ দেবনাথ, দিলীপ দেবনাথ, ভবতোষ দেবনাথের মেলাঘর হাসপাতালে চিকিৎসা চলছে। এই ঘটনা কে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। মেলাঘরের এই দুষ্কৃতীরা বিগত দিনেও নীরমহলে পিকনিকে আসা অনেকের উপর আক্রমণ করেছে। আহত যুবকদের পরিবারের পক্ষ থেকে মেলাঘর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। কিন্তু নীরমহলে প্রতিনিয়ত এই ধরনের আক্রমণ ও তোলাবাজির ঘটনা সংগঠিত হচ্ছে। মেলাঘর থানা বাবুদের সমস্ত কিছু জানা থাকলেও কোনো সমাজদ্রোহীর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না। যার কারণে দিন দিন পর্যটকরা নীরমহল যাওয়া কমিয়ে দিচ্ছে। শুধু তাই নয় বিদেশ থেকে আসা পর্যটকরা পর্যন্ত সেখানে গিয়ে নিরাপদ বোধ করছে না। যা পর্যটন কেন্দ্রটির জন্য এক অন্যতম কলঙ্ক।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য