স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩১ ডিসেম্বর : আসন্ন বিধানসভা নির্বাচনে সাতটি আসনে বিজেপি’র সাথে জোট হয়ে লড়তে চাইছে রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া। শনিবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে জানান এ কথা জানান রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়ার প্রদেশ কমিটির সভাপতি সত্যজিৎ দাস। তিনি আরো জানান বিজেপির সাথে মহারাষ্ট্রে রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়ার জোট রয়েছে। কেন্দ্রে রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়ার মন্ত্রী রয়েছেন। তাই আসন্ন বিধানসভা নির্বাচনে ত্রিপুরাতে রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া বিজেপির সাথে দশটি আসনে জোট হয়ে লড়াই করতে চেয়েছিল।
কিন্তু তাতে দ্বিমত পোষণ করে বিজেপি। তাই সাতটি আসনে জোট হয়ে লড়াই করার দাবি জানানো হয়েছে। যদি তারপরও প্রায় সাতটি আসনে বিজেপি জোট হতে না চায় তাহলে বিকল্প পথ বেছে নেবে রিপাবলিকান পার্টি বলে জানান। রিপাবলিকান পার্টির পক্ষ থেকে অন্যান্য রাজনৈতিক দলের সাথে যে কথা চলছে তার ইঙ্গিত দিলেন তিনি।
তিনি বলেন, বিজেপি ভাবছে যদি দশটি আসনে তাদের সাথে জোট হয় তাহলে ভোট কাটাকাটি হবে। তাই সাতটি আসন দাবি করা হয়েছে। না হলে বিকল্প পথ খোলা রয়েছে বলে জানান তিনি। এদিকে দলের পর্যবেক্ষক এ পাটেল জানান, গত ১৯ থেকে ২১ ডিসেম্বর দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রীর সাথে ত্রিপুরার জনজাতিদের জন্য সরাসরি অর্থ প্রদানের বিষয়ে দাবি জানানো হয়েছে। যাতে জনজাতি অংশের মানুষের উন্নয়ন হয়। পাশাপাশি জনজাতি অংশের মানুষের জন্য আই ডি কার্ডের ব্যবস্থা করতে দাবি জানানো হয়েছে। কারণ এই পরিচয় পত্র থাকলে কেউ জনজাতি কাউকে বিদেশি বলে অভিযোগ তুলতে পারবে না। আইনশৃঙ্খলার এবং জন্মের হার নিয়ন্ত্রণেও থাকবে। এ বিষয়টা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে চিঠি দিয়ে অবগত করা হয়েছে। জনজাতিদের সুরক্ষার জন্য এবং উন্নয়নের জন্য অবিলম্বে এই সমস্যার সমাধান করতে বলা হয়েছে। এদিকে রাজ্যের কার্যকারী সভাপতি অনন্ত দেববর্মা উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মার উদ্দেশ্যে জানান, আসন্ন বিধানসভার নির্বাচনের আগে তাদের সাথে চুক্তি করা সমস্ত সমস্যার সমাধান করতে হবে। এর পাশাপাশি ৩০০০০ ঘরের যে দাবি জানানো হয়েছিল তাও পূরণ করতে হবে।