স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৯ ডিসেম্বর : শিক্ষাব্যবস্থা বেসরকারিকরণ করার জন্য সরকার উদ্যোগ নিচ্ছে বলে অভিযোগ তুলে শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ দেখায় অল ইন্ডিয়া ডিএসও রাজ্য কমিটি। অল ইন্ডিয়া ডিএসও সরকারের সিদ্ধান্তের তীব্র বিরোধিতা জানায়। সম্প্রতি রাজ্য সরকারের পক্ষ থেকে সরকারি শিক্ষা ব্যবস্থা বেসরকারিকরণের হাতে তুলে নোটিফিকেশন বের হয়েছে বলে অভিযোগ।
শিক্ষাব্যবস্থা যাতে বেসরকারিকরণ না হয় তার জন্য দাবি জানিয়ে অল ইন্ডিয়া ডিএসও পক্ষ থেকে রাজ্য শিক্ষা দপ্তরের অধিকর্তার কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে। এবং এই দাবি সনদে জানানো হয়েছে শিক্ষার সমস্ত দায়ভার সরকার যাতে গ্রহণ করে। বিশেষ করে সমস্ত সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পর্যাপ্ত পরিমাণে যাতে শিক্ষক নিয়োগ করা হয়। পরবর্তী সময় অল ইন্ডিয়ান ডি এস ও রাজ্য সভাপতি মৃদুল কান্তি সরকার জানান, সরকার রাজ্য শিক্ষা ব্যবস্থাকে বেসরকারিকরণ করতে উদ্যোগ গ্রহণ করছে। যে সকল স্কুলগুলিতে ছাত্র-ছাত্রীর সংখ্যা কম সেসব স্কুল বেসরকারিকরণ না করে সরকার। দপ্তরের অধিকর্তার কাছে দাবি জানানো হয়েছে যেসব স্কুলে ছাত্র-ছাত্রীর সংখ্যা কম, সেসব স্কুলে শিক্ষার্থীর সংখ্যা বাড়ানোর জন্য ব্যবস্থা গ্রহণ করার এবং সঠিক শিক্ষার পরিকাঠামো গড়ে তোলার জন্য যাতে সরকার গুরুত্ব দেয়।