Friday, November 22, 2024
বাড়িরাজ্যদায়িত্ব নিলেন মেয়র এবং ডেপুটি মেয়র

দায়িত্ব নিলেন মেয়র এবং ডেপুটি মেয়র

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৯ ডিসেম্বর : আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার ও ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত শপথ নিয়েছেন। শপথ গ্রহণের পর বৃহস্পতিবার আগরতলা পুর নিগমের মেয়র ও ডেপুটি মেয়র হিসাবে দায়িত্ব ভার গ্রহণ করলেন দীপক মজুমদার ও মনিকা দাস দত্ত। এদিন দায়িত্ব ভার গ্রহণের সময় উপস্থিত ছিলেন প্রদেশ  বিজেপি-র সভাপতি ডাঃ মানিক সাহা।

তিনি মেয়র দীপক মজুমদারকে মেয়রের আসনে বসিয়ে দেন। পুষ্প স্তবক দিয়ে মেয়রকে স্বাগত জানানো হয়। একই সঙ্গে মেয়র ইন কাউন্সিলের ৮ জন সদস্য নিজ দায়িত্ব বুঝে নেন। পরে এ এম সি-র কনফারেন্স হলে সমস্ত কাউন্সিলারদের নিয়ে বৈঠক করেন মেয়র দীপক মজুমদার। দায়িত্ব ভার গ্রহণের পর মেয়র দীপক মজুমদার জানান এটা তাঁর জন্য আনন্দের দিন। আগরতলা পুর নিগমের বাসিন্দাদের পরিষেবা দেওয়ার জন্য সুযোগ পেয়েছেন তিনি। দীর্ঘ ২৫ বছর সিপিএম পরিচালিত পুর পরিষদ এবং এরপর পুর নিগম পুরবাসীদের নাগরিক পরিষেবা দিয়ে সম্পূর্ণ রূপে ব্যর্থ হয়েছে। মানুষের সমস্যা প্রচুর। যে কারনে তাঁদের মৌলিক চাহিদা প্রচুর। তাই কাজ বহু। প্রথমেই ড্রেইন গুলি সাফাই করা হবে। কারন মশার যন্ত্রণায় অতিষ্ঠ শহরবাসী। এরপর রাস্তা সহ অন্যান্য পরিকাঠামোর জন্য গুরুত্ব দিয়ে কাজ করা হবে।

 জল নিকাশি ব্যবস্থার কিছু কাজ বাকী আছে সেগুলি দ্রুত করা হবে। উন্নত মানের আগরতলা গঠনের লক্ষ্যে যা যা করা প্রয়োজন তা প্রধান্য দিয়ে করা হবে বলে জানান মেয়র দীপক মজুমদার। প্রত্যেকটি ওয়ার্ডের সমস্যা আছে। সেই সমস্যা সম্পর্কে অবগত। নির্বাচনে প্রচারের সময় সেই সমস্ত বিষয়ে অবগত হয়েছে বিজেপি প্রার্থীরা। সেই সমস্যা গুলি সমাধান করা হবে । দায়িত্ব নেওয়ার পর পুরোদমে কাজ শুরু হবে। মানুষের সমস্যা পূরণ করতে পারবে বর্তমান পুর নিগম বলে জানান তিনি। গত ২৫ বছর ধরে গতানুগতিক একটা কর্ম সংস্কৃতি চলছিল। তাতে বদল আনা হবে। কাজ গুলি যাতে দ্রুত করা যায় তাঁর জন্য এই উদ্যোগ নেওয়া হচ্ছে। ২০১৮ সালে নতুন সরকার আসর পর কর্ম সংস্কৃতিতে পরিবর্তন এসেছে। সামাজিক ও অর্থনৈতিক পরিবর্তন হয়েছে। মানুষের মধ্যে সেই পরিবর্তন লক্ষ্য করা গেছে।  এই ধারা আগরতলা পুর নিগমেও আনা হবে। এই কাজে কোন মানুষ যদি অসহজোগিতা করে তবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান মেয়র দীপক মজুমদার। কোন নাগরিক যাতে হয়রানি না হয় সেদিকে নজর রাখা হবে। এই ক্ষেত্রে কোন নাগরিক হয়রানী হলে সরাসরি কাউন্সিলাদের সঙ্গে যোগাযোগ করতে আহ্বান জানান তিনি। অন্যদিকে ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত জানান মানুষের সমস্যা গুলি সম্পর্কে তিনি অবগত। সেই সমস্ত সমস্যা গুলিকে প্রথম সারিতে রেখে তা নিরসনের জন্য আগরতলা পুর নিগম কাজ করবে। মেয়র হিসাবে দায়িত্ব গ্রহণের পর দীপক মজুমদার স্পষ্ট করে দিয়েছেন কাজের সঙ্গে কোন আপোস করা হবে না। পরিষেবা প্রদানে কোন বাঁধা আসলে তা মোকাবেলা করা হবে বলে জানান তিনি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য