Saturday, January 25, 2025
বাড়িরাজ্যপ্রশাসনের তামাক বিরোধী অভিযান

প্রশাসনের তামাক বিরোধী অভিযান

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৮ ডিসেম্বর : নেশার কবলে আক্রান্ত শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা। সংবাদমাধ্যমে লাগাতার খবর প্রকাশ হওয়ার পর কুম্ভ-নিদ্রা ভাঙলো প্রশাসনের। শহরের অধিকাংশ স্কুলের আশপাশে দোকানিরা বিক্রি করছে তামাক জাতীয় দ্রব্য। বুধবার সকালে রাজ্যের শিক্ষা দপ্তর, স্বাস্থ্য দপ্তর এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যৌথভাবে রাজধানী নেতাজি চৌমুহনি স্থিত এলাকায় তামাক বিরোধী অভিযান চালায়। এলাকার বহু দোকানে তামাক জাতীয় দ্রব্য বিক্রি হচ্ছে। এর প্রভাব পড়ছে ছাত্র-ছাত্রীদের উপর।

অভিভাবক মহল থেকে রীতিমত অভিযোগ ওঠার পর অভিযানে নামে তারা। যেসব দোকান থেকে তামাক জাতীয় দ্রব্য উদ্ধার হয়েছে সেসব দোকানের ব্যবসায়ীদের ২০০ টাকা থেকে ৫০০ টাকা পর্যন্ত জরিমানা করা হয়েছে। ২০০৮ সাল থেকে আইন হয়েছে স্কুল কলেজের ১০০ গজের মধ্যে কোন ধরনের তামাক জাতীয় দ্রব্য বিক্রি করা যাবে না। তাই প্রশাসনের পক্ষ থেকে এই আইনটি পশ্চিম জেলায় কঠোরভাবে পালন করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ ধরনের অভিযান আগামী দিনে অব্যাহত থাকবে স্কুল ও কলেজ সংলগ্ন এলাকাগুলোতে। যেসব ব্যবসায়ীরা আইন লঙ্ঘন করবে তাদের জরিমানা করা হবে। তারপরেও আইন লঙ্ঘন করলে সেসব ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনত কঠোর শাস্তি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি। এদিকে আগরতলা যোগেন্দ্রনগর স্থিত বিদ্যাসাগর পল্লী উচ্চ বুনিয়াদি বিদ্যালয়ের পক্ষ থেকে নেশা বিরোধী সচেতনতা মূলক মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে উপস্থিত ছিল ছাত্র-ছাত্রীরা। বিভিন্ন দোকানপাটে গিয়ে নেশা সামগ্রী ১৪ বছরের নিচে ছেলে মেয়েদের কাছে বিক্রি না করার জন্য বলে ছাত্র ছাত্রীরা। কারণ নেশা করিডোর হয়ে উঠেছে গোটা আগরতলা শহর। যা প্রশাসনের নিয়ন্ত্রণে নেই বলেই চলে। বিশেষ করে ছাত্রছাত্রী ও যুবক যুবতীরা এ নেশার কবলে পড়ে ভবিষ্যৎ নিয়ে দিশেহারা। তাই তাদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে এবার প্রশাসনের পক্ষ থেকে কঠোর হতে চলেছে। এর পাশাপাশি নেশা মুক্ত ত্রিপুরা গড়ার প্রতিশ্রুতি ৫ বছর অন্তর পালন করার জন্য বড়সড়ো উদ্যোগ গ্রহণ করলে সরকার।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য