স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৮ ডিসেম্বর : মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য সফরের আগে দলকে জনগণের কাছে চাঙ্গা করে তুলে ধরতে রীতিমতোই কর্মসূচী হাতে নিচ্ছে ঘাসফুল শিবির। বুধবার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের বিধানসভা এলাকায় ঝড়ো প্রচারে নামে বনমালীপুর ব্লক তৃণমূল কংগ্রেস। মিছিলের অগ্রভাগে ছিলেন প্রদেশ তৃণমূল কংগ্রেসের সভাপতি পীযুষ শান্তি বিশ্বাস, সাংসদ সুস্মিতা দেব সহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রদেশ সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস বলেন, ২০১৮ সালে সিপিআইএমকে উৎখাত করতে সুদীপবাবু তারা বিজেপিতে চলে যায়। তখন তাদের বক্তব্য ছিল বামফ্রন্ট সরকারের অপশাসন থেকে ত্রিপুরাকে মুক্ত করতে হবে। তারা এখন আবার ত্রিপুরা রাজ্যে বিজেপিকে সহযোগিতা করতে সিপিআইএমের সাথে কংগ্রেসের হয়ে জোট হচ্ছে। কিন্তু পশ্চিমবঙ্গেও কংগ্রেস ও সিপিআইএম জোট হয়েছিল তৃণমূলকে পরাজিত করতে। কিন্তু দেখা গেছে পশ্চিমবঙ্গের মানুষ তাদের মেনে নেয়নি। তাদের আঁতাত বর্জন করেছে। এখন তারা জয়েন্ট মুভমেন্ট বলছে। তারা যদি আঁতাত হয় তারপর তিনি তার বক্তব্য রাখবেন বলে জানান পীযুষ কান্তি বিশ্বাস। তিনি আরো বলেন তৃণমূল কংগ্রেস নিয়ে রাজ্যের মানুষের মধ্যে আশা আকাঙ্ক্ষা রয়েছে। তৃণমূল কংগ্রেস পারবে ত্রিপুরা থেকে বিজেপিকে হাটাতে। এদিকে সুস্মিতা দেব জানান নির্বাচন এগিয়ে আসছে মানে পরিবর্তনের সময়ও এগিয়ে আসছে। বিজেপি বিকল্প একমাত্র তৃণমূল কংগ্রেস। মানুষকে এই কুশাসন থেকে মুক্ত দেওয়ার জন্য তৃণমূল কংগ্রেস পুরোপুরিভাবে প্রস্তুত বলে জানান তিনি।