Saturday, April 20, 2024
বাড়িরাজ্যভট্টপুকুর এলাকা পরিদর্শনে গেলেন মুখ্যমন্ত্রী

ভট্টপুকুর এলাকা পরিদর্শনে গেলেন মুখ্যমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৮ ডিসেম্বর : বিভিন্ন অভিযোগের পর নিজ বিধানসভা এলাকায় বুধবার পরিদর্শনে গেলেন মুখ্যমন্ত্রী। রাজধানীর ভট্টপুকুর এলাকা পরিদর্শনে করে এলাকাবাসীর কাছ থেকে বিভিন্ন সমস্যার সম্পর্কে অবগত হন। এদিন মডার্ন ক্লাব এবং ভট্ট পুকুর ও উত্তর বাধারঘাট এলাকাবাসীর পক্ষ থেকে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহাকে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে স্বাগত জানানো হয়।

 অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা পূর্বতন সরকারের সমালোচনা করে বলেন একদিনে সব কিছু করা সম্ভব নয়। ভট্ট পুকুর নাম রয়েছে, কিন্তু পুকুর নেই। অনেকে এই পুকুরটাকে জবর দখল করে নিয়েছে। এলাকার মানুষের অনেক আশা প্রত্যাশা রয়েছে। সরকার তার সীমিত ক্ষমতার মধ্যে থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছে মানুষের দুঃখ দুর্দশা লাঘব করার জন্য। স্বাচ্ছন্দের সাথে মানুষ যেন বসবাস করতে পারে সেই চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার। এইদিন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার সাথে ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব সহ অন্যান্য আধিকারিকরা। মুখ্যমন্ত্রী সহ অন্যান্য আধিকারিকরা এইদিন ভট্টপুকুর এলাকা সরজমিনে পরিদর্শন করেন।তারা কথা বলেন এলাকাবাসিদের সাথে। এলাকার বিভিন্ন সমস্যাগুলি সম্পর্কে অবগত হন। এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য