স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৫ ডিসেম্বর : প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর জন্মজয়ন্তী উপলক্ষে প্রদেশ বিজেপির নির্বাচনী কেন্দ্রীয় কার্যালয়ে শ্রদ্ধার্ঘ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, নির্বাচনী প্রভারী মহেন্দ্র সিং, প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্যী, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, মেয়র দীপক মজুমদার সহ অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মীরা।
সকলে প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ির প্রতিকৃতির সামনে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বক্তব্য রেখে বলেন, প্রয়াত প্রধানমন্ত্রী ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী তিনবার প্রধানমন্ত্রী হয়েছিলেন। তিনি দেশের জন্য বহু কাজ করে গেছেন। তাঁর অবদান অপরিসীম। তাই তার মার্গদর্শন আজকের দিনেও প্রাসঙ্গিক। তাই সেই দিশা লক্ষ্য রেখে উন্নয়নমূলক কাজ করা হচ্ছে বলে বলে জানান মুখ্যমন্ত্রী। অটল বিহারী বাজপেয়ী যেমন মহান ব্যক্তিত্ব ছিলেন, এর পাশাপাশি দেশের স্বার্থে শক্তির পরিচয় দিয়েছেন। এবং দেশকে শক্তিশালী করার জন্য যা যা প্রয়োজন তা তিনি করেছেন। এক ভারত শ্রেষ্ঠ ভারত এবং এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়া সম্ভব হবে বলে জানান মুখ্যমন্ত্রী।