Tuesday, January 14, 2025
বাড়িরাজ্যপ্রচারে নেমেছে সি পি আই এম, বাড়ি বাড়ি গিয়ে চাইছে জনগণের সমর্থন 

প্রচারে নেমেছে সি পি আই এম, বাড়ি বাড়ি গিয়ে চাইছে জনগণের সমর্থন 

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৫ ডিসেম্বর : হাতে আর মাত্র এক থেকে দেড় মাস বাকি, তারপরেই রাজ্যে বিধানসভা ভোট। আর বিধানসভা ভোটকে পাখির চোখ করে বিস্তর প্রচারে নেমেছে বামেরা। এই কঠিন লড়াইয়ে জনগণকে সাথে নিয়ে পুনরায় সরকার প্রতিষ্ঠিত করতে চাইছে বাম নেতৃবৃন্দ।

 রবিবার ছুটির দিন সকাল বেলা ৬ আগরতলা বিধানসভা কেন্দ্রের বিজিতা প্রার্থী কৃষ্ণা মজুমদার ৪ বড়জলা বিধানসভা কেন্দ্রের ৫০ নম্বর ওয়ার্ড এলাকা একটি মিছিল সংঘটিত করে বাড়ি বাড়ি গিয়ে বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। মানুষকে বোঝান রাজ্যের মানুষ ভালো নেই। কারোর কথা বলার অধিকার পর্যন্ত নেই। পাঁচ বছর অতিক্রান্ত হয়ে যাওয়ার পর নির্বাচন যখন এগিয়ে এসেছে তখন বিজেপি মিথ্যা তথ্য দিয়ে লিফলেট তৈরি করে বাড়ি বাড়ি যাচ্ছে।

এর প্রতিবাদ করতে হবে। ভয় করে ঘরের ভেতর বসে থাকলে চলবে না। এবং গরীব অংশের মানুষকে বুঝান ৫ কেজি চাল দিচ্ছে বিজেপি সরকার। কিন্তু পূর্বতন বামফ্রন্ট সরকারও ৫ কেজি চাল দুই টাকা কেজি করে গরিব মানুষের জন্য চাল প্রদান করেছিল। আর এখন পাঁচ কেজি করে চাল দেওয়ার কথা বলে পেট্রোল ডিজেল রান্নার গ্যাস সহ বিভিন্ন সামগ্রীর মূল্য বৃদ্ধি করে দিয়েছে। মানুষ এখন বুঝছে তাদের ভুলের জন্য বিজেপি ও আইপিএফটি জোট সরকারটা প্রতিষ্ঠিত হয়েছিল। তাই আর একমাস বাদে নির্বাচন। মানুষ যাতে এ সরকারকে প্রতিষ্ঠিত না করে তার জন্য আহ্বান জানান তিনি।

পরবর্তী সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে কৃষ্ণা মজুমদার বলেন, মানুষ ৫৮ মাস ধরে এই সরকারকে দেখেছে। কোন প্রতিশ্রুতি পালন করেনি তারা। মিথ্যা কতগুলি প্রতিশ্রুতি দিয়ে সরকারের প্রতিষ্ঠিত হয়েছিল। আবার আজকের দিনেও দাঁড়িয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বিজেপি। এবং মানুষের ঘরে ঘরে যাওয়ার পর এই বিষয়গুলি মানুষ তুলে ধরছে। এবং এই সরকার যাতে পুনরায় প্রতিষ্ঠিত না হতে পারে তার জন্য মানুষ প্রস্তুতি নিতে শুরু করেছে বলে জানান তিনি। তবে এবার জনগণ সিদ্ধান্ত নেবে কোন সরকার প্রতিষ্ঠিত হলে রাজ্যের উন্নয়ন ও বিকাশ হবে। তবে গরীব অংশের মানুষকে নিয়ে যে রাজনীতি মূলত হয়ে থাকে সেটা নির্বাচনের আগে সব কটি রাজনৈতিক দলই অক্ষরে অক্ষরে বোঝাতে চাইছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য