Friday, March 29, 2024
বাড়িরাজ্যকাজের উপর নির্ভর করে নেতা নির্ধারিত হবে : মুখ্যমন্ত্রী

কাজের উপর নির্ভর করে নেতা নির্ধারিত হবে : মুখ্যমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৫ ডিসেম্বর :  মানুষের জন্য কাজ করলে মানুষ গ্রহণ করবে। রবিবার টাউন হলে ত্রিপুরা ক্যামিস্ট এন্ড ড্রাগিস্ট এসোসিয়েশনের সদর সাব ডিভিশন কমিটির ষষ্ঠ দ্বি বার্ষিক সাধারণ বৈঠকের সূচনা করে এই কথা বলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। তিনি বলেন, একটি আদর্শ নিয়ে চলা উচিৎ সংগঠনগুলির। অধিক কমিটি গঠিত হলে তা সমস্যার কারন হয়ে দাঁড়ায়। শৃঙ্খলা বজায় রাখতে হবে।

 দীর্ঘ দিনের চলে আসা এই সংস্কৃতির পরিবর্তন প্রয়োজন। গ্রুপ করলে কোন লাভ হবে না। কাজের উপর নির্ভর করে নেতা নির্ধারিত হবে। চেহারা দিয়ে কিছু আসে যায় না। যারা কাজ জানে না তাদের আলাদা রাখতে হবে। কার্য সিদ্ধির জন্য এসোসিয়েশনে থাকার মানসিকতা রাখলে চলবে না। মুখ্যমন্ত্রী আরো বলেন, সংগঠন মানুষের কাজে আসতে হবে, তাহলেই সার্থকতা আসবে। আর সেই লক্ষ্য নিয়ে আগামী দিন সংগঠন কাজ করার জন্য আহ্বান জানান মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী সংগঠনের নেতৃত্বেদের কাছ থেকে কাজকর্ম সম্পর্কে অবগত হন। মানুষ যাতে সংগঠন থেকে উপকৃত হয় সে বিষয়ে আহ্বান জানান মুখ্যমন্ত্রী। এছাড়াও উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, কর্পোরেটার রত্না দত্ত সহ অন্যান্যরা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য