Thursday, January 23, 2025
বাড়িরাজ্যধর্ষণ মামলার অভিযুক্ত গ্রেপ্তার

ধর্ষণ মামলার অভিযুক্ত গ্রেপ্তার

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৫ ডিসেম্বর : ৭ বছর পর গ্রেপ্তার ধর্ষণ মামলার অভিযুক্ত। ২০১৫ সালে একটি ধর্ষণ মামলায় অভিযুক্ত আসামীকে মেঘালয় থেকে গ্রেপ্তার করলো কমলপুর থানার পুলিশ। ঘটনার বিবরণে জানা যায়, কমলপুর থানাধীন দুরাইছড়া শ্যামরাই পাড়া এলাকার অজিত দেব্বর্মা ও তার ভাই লেনোজিৎ দেব্বর্মা একটি ধর্ষণের ঘটনা সংগঠিত করে।

কমলপুর থানায় তাদের বিরুদ্ধে কেস নং এস টি (টি -১)৩৬ অব ২০১৮ইউ /এস -৪৫৭/৩৭৬(ডি )/৫০৬ অফ আই পি সি ধারায় মামলা হয়। এর মধ্যে লেনোজিৎ আগেই ধরা পড়ে। কিন্তু অজিত পালিয়ে যায়। পরবর্তী সময়ে পুলিশ জানতে পারে সে মেঘালয়ের পশ্চিম জয়ন্তীয়া হিলস জেলার যুয়াই পুলিশ স্টেশন ‘র অধীন একটি রেস্তোরাতে কাজ করছে। তখন পুলিশ মেঘালয়ের জয়ন্তীয়া হিলসের এস পি ‘র সাথে যোগাযোগ করে। সেই মতো কমলপুর থানার পুলিশ গিয়ে শনিবার রাতে যুয়াই থানার পুলিশের সহায়তায় তাকে গ্রেপ্তার করে নিয়ে আসে রবিবার। জানা গেছে আজই তাকে আদালতে সোপর্ড করা হবে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য