স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৫ ডিসেম্বর : ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতির আহবানে রবিবার রাজধানীর আম্বেদকর ভবনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন সংগঠনের নেতৃত্ব বিপদ বন্ধু ঋষি দাস, নিত্যানন্দ দাস সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এদিনের অনুষ্ঠানে অধ্যাপক নিত্যানন্দ দাশ বলেন, সারা ভারত দলিত শোষণ মুক্তি মঞ্চের আহ্বানে ২৫ ডিসেম্বর মনুসংহিতা অগ্রগতির অন্তরায় দিবস হিসেবে পালন করা হচ্ছে। ত্রিপুরার তপশিলি জাতি সমন্বয়ের সমিতি দিনটি একটি আলোচনা সভার মধ্য দিয়ে দিনটি সম্পন্ন করতে চায়। আলোচনা সভায় তপশিলি অংশের মানুষের জীবনযাত্রার মান আরো কিভাবে উন্নত করা যায় সে বিষয়ে আলোচনা হয়। বিশেষ করে দিন আলোচনা হয় মনুসংহতি অগ্রগতির অন্তরায় প্রসঙ্গে।