Monday, July 28, 2025
বাড়িরাজ্যআশাবাড়ি ধুপুরিয়াবান্দ এলাকায় বিএসএফ পুলিশের যৌথ অভিযানে ৮০ হাজার গাঁজা গাছ ধ্বংস

আশাবাড়ি ধুপুরিয়াবান্দ এলাকায় বিএসএফ পুলিশের যৌথ অভিযানে ৮০ হাজার গাঁজা গাছ ধ্বংস

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৪ ডিসেম্বর :  বক্সনগর প্রতিনিধি,২৪ ডিসেম্বর।।২০১৮ সালে বিজেপি সমর্থিত রাজ্যে সরকার আসার পর গাঁজা চাষ কিছুটা হ্রাস পেলেও আবারো গজিয়ে উঠেছে রাজ্যের বিভিন্ন স্থানে গাঁজা চাষ।সোনামুড়া  মহকুমার বিভিন্ন থানা এলাকাগুলিতে রমরমিয়ে গাজা উৎপাদন বৃদ্ধি পাচ্ছে।এরমধ্যে কলমচৌড়া থানাধীন বন দপ্তরের জায়গায় চা বাগানের ন্যায় বুক ফুলিয়ে গাঁজা চাষ করছে গাজা চাষিরা।

 বক্সনগর ব্লক অন্তর্গত আশাবাড়ি গ্রাম পঞ্চায়েতের দুপুরিয়াবান্ধ ইট বাট্টা সংলগ্ন এলাকায় গোপন খবরের ভিত্তিতে কলমচৌড়া থানার পুলিশ এবং আশাবাড়ি ও কামথানা বিওপির যৌথ উদ্যোগে এক গাজা বিরোধী অভিযান চালায়।গাঁজা বিরোধী অভিযান চালিয়ে প্রায় ১৩ টি প্লটে আশি হাজার উপযুক্ত গাজা গাছ ধ্বংস করে পেট্রোল দিয়ে জ্বালিয়ে দেয়।জানা যায়,এতে আনুমানিক প্রায় এক কোটি ৫০ লক্ষ টাকার গাঁজা গাছ ধ্বংস হয়েছে বলে সূত্রের খবর।কলমচৌড়া থানার ওসি প্রশান্ত কুমার দে জানায়,যদি কোন কারোর কাছে অবৈধ গাজা বাগানের তথ্য থাকে তাহলে পুলিশ ও বিএসএফকে খবর দেওয়ার জন্য।রাজ্যকে নেশা মুক্ত ত্রিপুরা করার লক্ষ্যে আগামী দিনেও আমাদের এই ধরনের নেশা বিরোধী অভিযান জারি থাকবে।তবে কে বা কারা ধ্বংস হওয়া গাঁজা গুলির মালিক এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না।ধ্বংস হওয়া গাজাগুলির বাগান সম্পূর্ণ বন দপ্তরের বলে জানা যায়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!