স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৪ ডিসেম্বর : শনিবার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের সরকারি বাসভবনে ছুটে গেলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। দেখা করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের সহধর্মিনী পাঞ্চালী ভট্টাচার্যীর সাথে। প্রসঙ্গত, দলীয় কর্মসূচী থেকে ফিরে আসার সময় ১৭ ডিসেম্বর দুর্ঘটনার কবলে পরেন বিরোধী দলনেতা মানিক সরকারের সহধর্মিণী পাঞ্চালী ভট্টাচার্য।
মন্ত্রীবাড়ি রোড এলাকায় দুর্ঘটনার কবলে পরেন তিনি। দুর্ঘটনার পর আহত অবস্থায় পাঞ্চালী ভট্টাচার্যকে নিয়ে যাওয়া হয় আইজিএম হাসপাতালে। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতালে রেফার করে দেওয়া হয়। জিবি হাসপাতালে বেশকিছুদিন চিকিৎসাধীন থাকার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় পাঞ্চালী ভট্টাচার্যকে। বর্তমানে তিনি বিরোধী দলনেতার সরকারি আবাসে রয়েছেন। শনিবার পাঞ্চালী ভট্টাচার্যকে দেখতে বিরোধী দলনেতার সরকারি আবাসে যান প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব। বিরোধী দলনেতার সরকারি আবাসে গিয়ে সাংসদ বিপ্লব কুমার দেব কথা বলেন মানিক সরকার ও পাঞ্চালী ভট্টাচার্যর সাথে। পাঞ্চালী ভট্টাচার্যর শারীরিক অবস্থার বিষয়ে খোঁজখবর নেন। পরে এক সাক্ষাৎকারে সাংসদ বিপ্লব কুমার দেব জানান দুর্ঘটনায় আহত পাঞ্চালী ভট্টাচার্য-র শারীরিক অবস্থার খোঁজখবর নিতে বিরোধী দলনেতার সরকারি অবাসে গিয়েছেন। সাংসদ বিপ্লব কুমার দেব পাঞ্চালী ভট্টাচার্যর দ্রুত আরোগ্য কামনা করেন।