Thursday, March 28, 2024
বাড়িরাজ্যনেশার বিরুদ্ধে আপোষহীন নিতি নিয়ে কাজ করছে রাজ্য সরকার : মুখ্যমন্ত্রী

নেশার বিরুদ্ধে আপোষহীন নিতি নিয়ে কাজ করছে রাজ্য সরকার : মুখ্যমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৩ ডিসেম্বর :  শুক্রবার রাজধানীতে যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের উদ্যোগে জনসচেতনতা মিছিলের আয়োজন করা হয়। খেলো ত্রিপুরা সুস্থ ত্রিপুরা কর্মসূচীর অঙ্গ হিসাবে উমাকান্ত স্কুলের ময়দানে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই মিছিলের সূচনা করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন, নেশার বিরুদ্ধে আপোষহীন নিতি নিয়ে কাজ করছে রাজ্য সরকার। কারণ বর্তমান রাজ্য সরকার নেশা মুক্ত ত্রিপুরা গড়তে চাইছে।

 রাজ্য থেকে কোন নেশা সামগ্রী যেমন বহিঃরাজ্যে যেতে দেওয়া হবে না, তেমনি বহিঃরাজ্য থেকেও কোন নেশা সামগ্রী রাজ্যে প্রবেশ করতে দেওয়া হবে। নেশা সামগ্রীর পাচার রুখতে উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য গুলি একসাথে মিলে কাজ করছে। অভিভাবকদের সন্তানদের প্রতি লক্ষ্য রাখতে হবে, যাতে করে তারা নেশার করাল গ্রাসের শিকার না হয়। উদ্বোধনী অনুষ্ঠান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ছাড়াও উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী, আগরতলা পুর নিগমের মেয়র দিপক মজুমদার, পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি অন্তরা দেব সরকার সহ অন্যান্যরা। উদ্বোধনী অনুষ্ঠান শেষে মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিরা পতাকা মিছিলের সূচনা করেন। মিছিলটি রাজধানীর বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করে। মিছিলটি রাজধানীর বিভিন্ন রাস্তা পরিক্রমা করে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য