স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৩ ডিসেম্বর : শুক্রবার লিঙ্গ ভিত্তিক বৈষম্যের অবসানের জন্য সচেতনা মূলক পদযাত্রার আয়োজন করা হয়। ত্রিপুরা শহুরি আজীবিকা মিশনের উদ্যোগে উজ্জয়ন্ত প্রাসাদের সামনে থেকে এই পদযাত্রা শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রম করে রবীন্দ্র ভবনের সামনে এসে শেষ হয়। উপস্থিত পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দও জানান, লিঙ্গ ভিওিক বৈষম্য এবং সমাজে নারীদের উপর পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক সমস্যা গুলি দূর করার জন্য এই সচেতনা মূলক পদযাত্রার আয়োজন করা হয়েছে।
এদিনের পদযাত্রায় ২৫০ জন স্ব-সহায়ক দলের সদস্যরা অংশ নেন। লিঙ্গ ভিওিক বৈষম্য গ্রহণযোগ্য, সহনীয় নয়। এর থেকে সমাজের সকলকে জাগ্রত হতে হবে। বিশেষ শ্রেণীকে বিশেষ সুবিধা কিংবা বঞ্চিত করা না হয় সেদিকে নজর দিতে হবে সকলকে। মহিলারা যাতে কোন অধিকার থেকে বঞ্চিত না হয় তার জন্য পদযাত্রার আয়োজন বলেও জানান ডেপুটি মেয়র। এদিন এছাড়াও উপস্থিত ছিলেন মেয়র ইন কাউন্সিল সম্পা সেন সরকার সহ অন্যানরা।