স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২২ ডিসেম্বর : বিদ্যুৎ নিগমের গাফিলতিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু নাবালকের। ঘটনা ধর্মনগর থানাধীন পশ্চিম হুরুয়া গ্রাম পঞ্চায়েতের এক নম্বর ওয়ার্ড এলাকায়। ঘটনার বিবরণে জানা যায় বুধবার রাত থেকে এলাকার একটি বিদ্যুৎ লাইন ছিঁড়ে মাটিতে পড়ে থাকে। এলাকাবাসী খবর দেয় নতুন বাজার বিদ্যুৎ নিগম অফিস সহ লাইন ম্যানেজাদের।
কিন্তু অভিযোগ এই বিদ্যুৎ লাইন সারাইয়ে কোন উদ্যোগ নেয়নি বিদ্যুৎ দপ্তর। যার মর্মান্তিক পরিণতি ঘটে সাব উদ্দিন নামে এক নাবালকের সাথে। বৃহস্পতিবার সকাল সে বাড়ি প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে বাজারে যাওয়ার সময় রাস্তায় পড়ে থাকা বিদ্যুতের লাইনে সংষ্পর্ষে আসে। এলাকাবাসী উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যায়। কিন্তু শেষ রক্ষা হয়নি। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক নাবালক শিশুকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে এই ঘটনার খবর পেয়ে নাবালকের বাড়িতে উপস্থিত হয় ধর্মনগর থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করছে পুলিশ।