Friday, January 24, 2025
বাড়িবিশ্ব সংবাদরাশিয়াকে অস্ত্র সরবরাহের খবর অস্বীকার করল উত্তর কোরিয়া

রাশিয়াকে অস্ত্র সরবরাহের খবর অস্বীকার করল উত্তর কোরিয়া

স্যান্দন ডিজিটেল ডেস্ক, ২৩ডিসেম্বর: রাশিয়াকে অস্ত্র ও গোলাবারুদ সরবরাহের গণমাধ্যম প্রতিবেদন ‘ভিত্তিহীন’ বলে অস্বীকার করেছে উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয়।ইউক্রেইনকে প্রাণঘাতী অস্ত্র দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রেরও নিন্দা করেছে দেশটি। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ শুক্রবার একথা জানিয়েছে।এর আগে জাপানের টোকিও শিম্বুন পত্রিকার প্রতিবেদনে উল্লেখ করা হয় যে, উত্তর কোরিয়া কামানের গোলাসহ যুদ্ধাস্ত্র গতমাসে তাদের সীমান্ত দিয়ে ট্রেনে করে রাশিয়ায় পাঠিয়েছে। আগামী কয়েক সপ্তাহে আরও চালান যাওয়ার আশা করা হচ্ছে।এই খবর অস্বীকার করে উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র কেসিএনএ বার্তা সংস্থায় এক বিবৃতিতে বলেছেন, “জাপানের গণমাধ্যম রাশিয়াকে উত্তর কোরিয়ার অস্ত্র সরবরাহের যে ভুয়া খবর দিয়েছে তা অত্যন্ত অদ্ভুতরকমের বিভ্রান্তিকর।”

হোয়াইট হাউজ বৃহস্পতিবার বলেছে, উত্তর কোরিয়া ইউক্রেইনে রুশ বাহিনীর শক্তি বাড়াতে রাশিয়ার একটি বেসরকারি কোম্পানি ওয়াগনার গ্রুপকে অস্ত্র সরবরাহ করেছে।উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয়ের বিবৃতিতে ওয়াগনারের কোনও নাম উল্লেখ করা হয়নি।তবে হোয়াইট হাউজ বলছে, ওয়াগনার উত্তর কোরিয়ার কাছ থেকে রকেট এবং ক্ষেপণাস্ত্র ডেলিভারি নিয়েছে। যদিও ওয়াগনারের মালিক ইয়েভগেনি প্রিগোজিন হোয়াইট হাউজের এ বক্তব্যকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন।ওদিকে, উত্তর কোরিয়ার মুখপাত্র বলেছেন, “রাশিয়ার সঙ্গে অস্ত্র চালানের বিষয়ে ডিপিআরকে তাদের নীতিতে অটল আছে। অস্ত্র সরবরাহের কোনও ঘটনা কখনও ঘটেনি। বরং যুক্তরাষ্ট্রই ইউক্রেইনকে নানারকম প্রাণঘাতী অস্ত্র দিয়ে সেখানে রক্তক্ষয় এবং ধ্বংস ডেকে আনছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য