Friday, January 24, 2025
বাড়িরাজ্যবর্তমান সরকার স্বচ্ছতার সরকার : মুখ্যমন্ত্রী

বর্তমান সরকার স্বচ্ছতার সরকার : মুখ্যমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২১ ডিসেম্বর :  কুচক্রীরা বহুদিন ধরে বলেছেন ডেন্টাল কলেজ রাজ্যে হবে না। এবং কলেজটি যাতে না হয় তার জন্য কুচক্রীরা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে রাজ্য সফরের আগের দিন চিঠি পর্যন্ত দিয়েছেন। পরবর্তী সময় প্রধানমন্ত্রী অফিস থেকে রাজ্য সরকারকে ফোন করে উদ্বেগ প্রকাশ করে। তারপর সমস্ত তথ্য প্রমাণ পাঠানোর পর প্রধানমন্ত্রীর অফিসে। তারপর বুঝতে পারে কোন অনিয়ম নেই ডেন্টাল কলেজ উদ্বোধনে। কিন্তু এই পান্ডিত ব্যক্তিদের জন্য ১০,৩২৩ চাকরিচ্যুত হয়েছে। আজ তারা শুধু এভাবে বিধানসভার বাইরেই নয়, বিধানসভার ভেতরও সমস্যা সৃষ্টি করেছে। তাদের মাথার মধ্যে সব সময় কুচিন্তা থাকে।

 বুধবার ক্ষেতমোহন নতুন ইংরেজি মাধ্যম একাডেমির ভিত্তি প্রস্তর স্থাপন করে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা রাজ্যের বিরোধী দলের নেতাদের উদ্দেশ্যে এ কথা বলেন। পরে মুখ্যমন্ত্রী বক্তব্য রেখে আরো বলেন বর্তমান সরকার স্বচ্ছতার সরকার। সরকারি মূল লক্ষ্য হলো সুস্থ সমাজ গড়া তোলা। সে দিশা নিয়ে কাজ করে চলেছে সরকার। প্রধানমন্ত্রীরও সেই চিন্তা ধারার জন্য রাজ্য সফরে দিন জনঢল নেমেছে। এ সরকার হলো জনগণের অর্থ সঠিকভাবে কাজে শিক্ষা স্বাস্থ্য এবং খেলাধুলার ক্ষেত্রে কাজে লাগানোর মালিক। এবং জনগণের কাছে সমস্ত সরকারি সুযোগ-সুবিধা যাতে সঠিকভাবে পৌঁছে তার জন্য চালু করা হয়েছে আমার সরকার নামে পোর্টাল।

আমার সরকার পোর্টাল দিয়ে জনগণের সাথে সরকারের সম্পর্ক আরো বেশি সুদৃঢ় হয়। এই পোটাল অভিযোগ জানানোর পর মানুষের সমস্যা চার দিনের মধ্যে তার সমাধান হয়ে যায়। এর পাশাপাশি ঘরে ঘরে সুশাসন পৌঁছে দিতে মেলা সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। এর মধ্য দিয়ে সুফল মিলছে। সুতরাং এ সরকার মানুষের কাছে যেতে চায়। মানুষকে সাথে নিয়ে চলতে চায়। মুখ্যমন্ত্রী স্বাস্থ্য ক্ষেত্রে বিভিন্ন উন্নয়ন দিক তুলে ধরে বলেন, আধুনিক পরিষেবার জন্য সুপার স্পেশালিটি চালু করা হচ্ছে। একাধিক হাসপাতাল উদ্বোধন করা হয়েছে। পরিষেবার মান উন্নয়নের ফলে মানুষকে এখন আর বাইরে যেতে হয় না বলে দাবি করেন মুখ্যমন্ত্রী। আরো দাবি করেন সরকার চেষ্টা করছে সব দিক দিয়ে মানুষের জন্য কাজ করার। সময় কম কাজ অনেক বেশি বলে মুখ্যমন্ত্রীর সরকারের সিলেবাস বক্তব্যের মধ্য দিয়ে তুলে ধরেন। স্কুলটি নির্মাণ করার জন্য এক কোটি টাকা প্রদান করা হয়েছে। পূর্ত দপ্তর এর জন্য কাজ ইতিমধ্যেই শুরু করে দেবে। আরো এক কোটি টাকা পূর্ত দপ্তরের ফান্ড থেকে দেওয়া হবে। আয়োজিত এই দিনের অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষা দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ, মেয়র দীপক মজুমদার, স্থানীয় কাউন্সিলর সহ অন্যান্যরা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য