স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২১ ডিসেম্বর : সোভিয়েত সমাজতন্ত্র রক্ষার ফ্যাসিবাদ বিরোধী যুদ্ধে বিজয়ের মহানায়ক জে ভি স্তালিনের ১৪৪ তম জন্মদিন যথাযথ মর্যাদার সাথে পালন করা হয় বুধবার। এদিন সি পি আই এম রাজ্য দপ্তরে জে ভি স্তালিনের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী সহ অন্যান্য নেতৃবৃন্দ।
পরে সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী বলেন, জে ভি স্তালিন পৃথিবীর প্রথম সমাজতান্ত্রিক দেশ সোভিয়েত ইউনিয়ন গঠনের লেনিনের সহযোদ্ধা ছিলেন। এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলার বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে পৃথিবীর মানচিত্র বদলে যেত যদি স্তালিনের ভূমিকা না থাকতো। তাই এই মহান বিপ্লবীকে আজকের ১৪৪ তম জন্মদিনে দাঁড়িয়ে স্মরণ করা হচ্ছে। আর যতদিন বিশ্ব থাকবে ততদিন স্তালিনকে মানুষ মনে রাখবে।