স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২১ ডিসেম্বর : আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে যুবসমাজকে উজ্জীবিত করতে বুধবার দুদিনের রাজ্য সফরে আসেন বিজেপি যুব মোর্চার রাষ্ট্রীয় সভাপতি তথা সাংসদ তেজস্বী সূর্য। এম বি বি বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান বিজেপি- যুব মোর্চার প্রদেশ সভাপতি নবাদুল বনিক, কেন্দ্রীয় কমিটির সদস্য কিশোর দাস, বিজেপি যুব মোর্চার রাষ্ট্রীয় সম্পাদক নুনপুক সহ অন্যান্যরা।
পরে বিমানবন্দর থেকে বিজেপি যুব মোর্চার সদর ও গ্রামীণ জেলার কার্যকর্তারা যুব বিজয় সংকল্প যাত্রা নামে বাইক মিছিলের মাধ্যমে তাকে স্বাগত জানায়। সুসজ্জিত এই মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। ২০২৩ সালে ফের রাজ্যে বিজেপি সরকার গঠনের অঙ্গীকার নিয়ে যুব বিজয় সংকল্প মিছিলে অংশ নেন কার্যকর্তারা। যুব মোর্চার বিভিন্ন কর্মসূচীতে অংশ নিতে তাঁর রাজ্য সফর। স্বাগত জানানোর জন্য কার্যকর্তাদের আন্তরিকতায় সন্তোষ ব্যক্ত করেন বিজেপি যুব মোর্চার রাষ্ট্রীয় সভাপতি তেজস্বী সূর্য। ত্রিপুরার যুবদের নিয়ে নতুন ত্রিপুরা গড়তে এবং নতুন ভারত গড়ার সংকল্প নিয়ে রাজ্য সফর। নির্বাচনের আগে আরো একবার রাজ্য সফরে আসবেন তিনি। নির্বাচন এবং সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা হবে বলে জানান বিজেপি যুব মোর্চার রাষ্ট্রীয় সভাপতি তেজস্বী সূর্য। এম বি বি বিমানবন্দর থেকে শুরু হওয়া এই যুব বিজয় সংকল্প যাত্রাটি শেষ হবে রবীন্দ্রভবন প্রাঙ্গনে। এরপর এদিন রাজ্য অতিথিশালায় বিজেপি যুব মোর্চার অফিস বিয়ারার ও সদর এবং গ্রামীন জেলার দুই সভাপতিদের নিয়ে বৈঠক করেন তিনি।