Wednesday, January 22, 2025
বাড়িরাজ্যনেশা সামগ্রী বিক্রি করতে বাধা দেওয়ায় আহত ৫

নেশা সামগ্রী বিক্রি করতে বাধা দেওয়ায় আহত ৫

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২০ ডিসেম্বর : মঙ্গলবার বোধজং নগর থানার অন্তর্গত আর কে নগর পঞ্চায়েত টিলা এলাকায় নেশা সামগ্রী বিক্রি করতে বাধা দেওয়ার জেরে নেশা কারবারীদের হাতে আক্রান্ত একই বাড়ির পাঁচ জন মহিলা। অভিযোগ এলাকার বাসিন্দা নানু মিয়া, তার স্ত্রী আসমা বেগম, জয়নাল মিঞা, কাজীর মিঞা সহ কয়েকজনের বিরুদ্ধে। এক সপ্তাহ আগে এলাকার বাসিন্দা হাসিনা খাতুন নামে এক মহিলা এবং তার ছেলে ইমরান মিঞা নেশা বিক্রি করার জন্য তাদের বাধা দেন। আর এতেই ক্ষিপ্ত হয়ে উঠে নেশা কারবারীরা।

এর মধ্যে পুলিশি ধারাবাহিক অভিযানে নেশাকারবারীরা কোন ঠাসা হয়ে পড়ে। এর জেরেই এদিন নানু মিয়ার নেতৃত্বে বেশ কয়েকজন যুবক হাসিনা খাতুনের বাড়িতে প্রবেশ করে বাড়িতে থাকা পাঁচজন মহিলাকে মারধর করে। পরে আহত মহিলারা জিবি হাসপাতালে ছুটে আসে চিকিৎসার জন্য। হাসিনা খাতুন আরো জানান তার ছেলেকেও সোমবার সন্ধ্যায় নেশা কারবারীরা মারধোর করেছে। এমনকি তাদের হত্যার হুমকী দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি। তিনি জানান এলাকায় অভিযুক্তরা দীর্ঘ পাঁচ থেকে ছয় বছর ধরে নেশা সামগ্রী করে আছে। এলাকায় বহু যুবকের অকালে মৃত্যু পর্যন্ত হয়েছে। এর পাশাপাশি চুরি ডাকাতির ঘটনা ক্রমশ বাড়ছে। রেহাই পাচ্ছে না সাধারণ মানুষ।  গোটা ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। এখন দেখার বিষয় অভিযুক্ত নেশা কারবারীদের পুলিশ কতটা জালে তুলতে সক্ষম হয়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য