স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৯ ডিসেম্বর : স্বামী বিবেকানন্দ ময়দানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসভা দেখে বিরোধীরা হতাশ হয়ে বিভিন্ন রকম অপকৌশল ছড়ানোর চেষ্টা করছে। সোমবার বিশালগড়ের রঘুনাথ পুড়ে বিজেপি সিপাহীজলা জেলা কার্যালয়ের উদ্বোধন করে বলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। কার্যালয় কার্যকরতাদের জন্য। সেখানে বসে কার্যক্রম তৈরি হয়। সাতটি জেলায় জেলা কার্যালয় নির্মাণ করা হয়েছে।
সকলের সম্মিলিত প্রচেষ্টায় তা সম্ভব হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। কিন্তু জেলা কার্যালয় গুলি কেবল কার্যকরতাদের জন্য নয়। সকলের জন্য তা উন্মুক্ত রাখতে হবে বলে আহবান জানান তিনি। ভারতীয় জনতা পার্টি একাত্ম মানব বাদের দর্শন মেনে চলে। মানুষকে নিয়ে কথা বলে। বামেদের আমলে জেলায় জেলায় চলতো খুন সন্ত্রাসের রাজনীতি। আর একটা দল আছে যার নাম উশৃঙ্খল পার্টি। তাদের মধ্যে কোন শৃঙ্খলা নেই।
এই দলের নাম কংগ্রেস। এখনো বিশালগড়ে উঁকি ঝুকি দেওয়ার চেষ্টা করে। তাদের দলে গিয়ে কিছু মানুষ বিপথে যাচ্ছে বলে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী। বিশালগরের রঘুনাথপুরে দ্বিতল বিশিষ্ট আধুনিক বিজেপি-র জেলা কার্যালয় নির্মাণে মোট ব্যয় হয়েছে ২ কোটি টাকা। নব নির্মিত জেলা কার্যালয়ের উদ্বোধনের পর ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী সহ অন্যান্য নেতৃত্বরা। এই জেলা কার্যালয় থেকেই সিপাহীজলা জেলা সাতটি বিধানসভা কেন্দ্রের বিজেপি দলীয় সমস্ত কাজকর্ম পরিচালনা করা হবে। উপস্থিত ছিলেন উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, মেয়র দীপক মজুমদার, উত্তর পূর্বাঞ্চলের সংগঠন মন্ত্রী ফনিন্দ্র নাথ শর্মা, বিজেপি-র রাজ্য সম্পাদক টিঙ্কু রায়, বিজেপি সিপাহীজলা জেলার সভাপতি গৌরাঙ্গ ভৌমিক সহ অন্যান্যরা।