স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৯ ডিসেম্বর : সোমবার রাজ্যের বিশিষ্ট সাংস্কৃতিক প্রতিষ্ঠান কাব্যলোকের রজত জয়ন্তী বর্ষের তিনদিন ব্যাপী অনুষ্ঠানের উদ্ধোধন করেন আগরতলা প্রেস ক্লাবের সভাপতি তথা স্যন্দন পত্রিকা সম্পাদক সূবল কুমার দে। তিনি অনুষ্ঠানে বক্তব্য রেখে বলেন, ছাত্র-ছাত্রীদের পড়াশোনায় সীমাবদ্ধ থাকলে চলবে না। সমাজ থেকে জ্ঞান অর্জন করতে হবে। তাহলে উচুতে পৌঁছাতে পারবে।
এবং যারা কবিতা লেখেন তাদের উদ্দেশ্যে তিনি অত্যন্ত প্রশংসা করেন। তিনি বলেন, কবিতা লেখার মধ্য দিয়ে মানুষকে আনন্দ দেওয়া যায়। তাই ছাত্র ছাত্রীরা সকলকে কবিতা লেখার জন্য এগিয়ে আসতে আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাব্যলোকের সভাপতি স্বপন নন্দী। এছাড়াও এদিন বক্তব্য রাখেন দেশের বিখ্যাত বাচিক শিল্পী দেবেশ ঠাকুর ও উত্তম চক্রবর্তী।