স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৯ ডিসেম্বর : জন্ম থেকে চোখে দেখতে পান না। কিন্তু পড়াশোনার পাশাপাশি প্রতিভা অর্জন করে আজ মানুষকে গান শুনিয়ে আনন্দ দেন উত্তম লোধ নামে এই যুবক। হয়তো ভাগ্য তাকে পৃথিবীর আলো দেখায়নি, তারপরও পড়াশোনা এবং গানে তার অটুট প্রতিভি আজ মানুষের মন কেড়ে নেয় উত্তম। সে একজন সরকারি কর্মচারী। কিন্তু তারপরেও ছুটির দিনে গান গেয়ে মানুষকে আনন্দ দিয়ে যায়। তার গানের সুর শুনতে মানুষ অপেক্ষায় থাকে।
আর তার গানের সুর মানুষের কানে পোছাতেই দূর-দূরান্ত থেকে এসে জুড়ো হয়। তাকে সকলে খুশি হয়ে বকশিস দেয়। কিন্তু তার এই গলার সুর যতই শুনে মানুষ ততই যেন ভুলে যায় পৃথিবীর অমানবিকতা ও হিংসা। তার গলা থেকে বের হওয়া গানের সুর যেন মানুষকে সেখানে দাঁড় করিয়ে রাখে। কাউকে ডেকে আনতে হয় না গান শোনার জন্য। মানুষ বিভিন্ন প্রয়োজনীয় কাজ ছেড়ে তাকে ঘিরে জুড়ো হয়ে গান শুনে মনের মিল যেন এই গানের মধ্যে খোঁজে পায়। ছুটির দিনে রাজ্যের বিভিন্ন প্রান্তে গান গেয়ে মানুষের কাছে উত্তম আজ গানের দিক দিয়ে বড়ই উত্তম। উত্তম জানান, সরকারি বেতনের টাকা দিয়ে তিনি সংসার প্রতিপালন করেন। গান গেয়ে যে টাকা মানুষের কাছ থেকে পান সেই টাকা দিয়ে পরিবারের জন্য নেওয়ার ঋণের টাকা পরিশোধ করেন। দৃষ্টিহীন সরকারি কর্মচারী উত্তম লোধ কাঞ্চনমালা বাজারের নাট মন্দিরে এলাকার সবাইকে আনন্দ দেওয়ার সময় স্যন্দন পত্রিকার ক্যামেরাবন্দি হয় সে। তবে তাঁর এই প্রতিভা তাকে বহুদূর এগিয়ে নিয়ে যাবে বলে অভিমত সকলের।