স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৯ ডিসেম্বর : রবিবার রাজ্য সফরে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। স্বামী বিবেকানন্দ ময়দানে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন তিনি। এদিনের কর্মসূচীকে কেন্দ্র করে জনঢল নামে আগরতলা স্বামী বিবেকানন্দ ময়দানে। মানুষ জনসভায় এসে মাঠ অপরিষ্কার অপরিচ্ছন্ন করেছে। মাঠ জুড়ে পড়ে থাকা বিভিন্ন সামগ্রী সাফাইয়ে হাত লাগায় বিজেপি-র প্রদেশ নেতৃত্ব।
মাঠ পরিষ্কার করে পুনরায় ছেলে মেয়েদের খেলার উপযোগী করতে এক যোগে সাফাইয়ে হাত লাগান মেয়র দীপক মজুমদার। ছিলেন বিজেপি-র রাজ্য সাধারণ সম্পাদক কিশোর বর্মণ, মুখপাত্র অস্মীতা বনিক, মনিকা দাস দত্ত সহ অন্যান্যরা। সমস্ত মোর্চার কার্যকরতারা এই সাফাই অভিযানে অংশ নেয়। মেয়র দীপক মজুমদার বলেন বিজেপি-র কার্যকরতারা সমগ্র রাজ্য, শহরে প্রতিনিয়ত স্বচ্ছ ভারত অভিযান সংগঠিত করে থাকে। এই ক্ষেত্রে স্বচ্ছতার প্রতিক হচ্ছেন প্রধানমন্ত্রী। তাঁর দিশাতে কাজ চলছে বিশ্বব্যাপী। এই স্বচ্ছতা জীবনের প্রতিটি বজায় রাখতে হবে। তাই সভায় লোক সমাগমের জন্য মাঠ কিছুটা অপরিষ্কার হয়ে যাওয়ায় দলীয় ভাবে সাফাই অভিযান করা হয়। এই ধরনের উদ্যোগ প্রতিটি কর্মসূচীর পর সংগঠিত করে বিজেপি-র কার্যকরতারা বলে জানান তিনি।