Saturday, January 18, 2025
বাড়িরাজ্যরামপ্রসাদ বিসমিল ও শহীদ আসফাকউল্লা খানের আত্মবলিদান দিবস উদযাপন

রামপ্রসাদ বিসমিল ও শহীদ আসফাকউল্লা খানের আত্মবলিদান দিবস উদযাপন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৯ ডিসেম্বর : ১৯ ডিসেম্বর ভারতের স্বাধীনতা আন্দোলনের  আপোষহীন ধারার শহীদ রামপ্রসাদ বিসমিল ও শহীদ আসফাকউল্লা খানের আত্মবলিদান দিবস। রাজধানীর বটতলা এলাকায় এ আই ডি এস ও, এ আই ডি ওয়াই ও এবং এ আই এম এস এস যৌথভাবে পালন করে সোমবার। শহীদ বেদীতে পুষ্পার্ঘ্য অর্পন করেন সংগঠনের সভাপতিদ্বয় যথাক্রমে মৃদুল কান্তি সরকার, ভবতোষ দে এবং শিবানী দাস।

এ আই ডি এস ও রাজ্য সম্পাদক রামপ্রসাদ আচার্য্য বলেন স্বাধীনতা আন্দোলন তাদের রক্তের বিনিময়ে এসেছে তার জলন্ত  উদাহরণ দিয়ে গেছেন এই দুই মহান বিপ্লবী। অথচ স্বাধীনতার ৭৫ বছর পরও দেশের শাসক শ্রেণী স্বাধীনতার প্রকৃত ইতিহাসকে জনসম্মুখে তুলে ধরছে না। শুধুমাত্র ভোটের স্বার্থে দেশপ্রেমকে কাজে লাগাচ্ছে। তাই এই অন্ধকার দিনে এই দুই মহান বিপ্লবীর জীবন থেকে শিক্ষা নিয়ে সারা দেশব্যাপী সাম্প্রদায়িক সম্প্রীতির বাতাবরণ সৃষ্টির আহ্বান জানান।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য