স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৫ ডিসেম্বর : ২০২৩ বিধানসভা নির্বাচনের আগে যুব কংগ্রেসের ৯ জেলার জন্য ইয়ুথ জুড়ো বুথ জুড়ো কর্মসূচির অঙ্গ হিসেবে জেলা অবজারভারদের নাম ঘোষণা করা হয়। গত সাত-আট মাস ধরে লাগাতার যুব কংগ্রেসের বহু কর্মী সমর্থক জনগণের স্বার্থে দায়িত্ব পালন করে চলেছে। তারা এগিয়ে যাওয়ার জন্য ইয়ুথ জুড়ো বুথ জুড়ো কর্মসূচির অবজারভারের দায়িত্ব দেওয়া হয়েছে। আসন্ন বিধানসভা নির্বাচনে যুব কংগ্রেস বড় দায়িত্ব পালন করবেন।
বৃহস্পতিবার প্রদেশ কংগ্রেস ভবনের সাংবাদিক সম্মেলন করে এ বিষয়ে জানান সর্বভারতীয় যুব কংগ্রেসের সম্পাদক ইশান আহমেদ খান। তিনি আরো বলেন, দায়িত্বপ্রাপ্ত প্রত্যেক যুব কংগ্রেস নেতৃত্ব সহ অন্যান্য কর্মীরা আগামী দিনে বুথে বুথে গিয়ে ইয়ুথ জুড়ো বুথ জুড়ো কর্মসূচি পালন করবে। যুব অংশের সকলের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে যেন তিনি। পাশাপাশি এদিন ইয়ুথ জুড়ো বুথ জুড়ো কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হয়। আয়োজিত সাংবাদিক সম্মেলনে এদিন এছাড়াও উপস্থিত ছিলেন প্রদেশ যুব কংগ্রেস সভাপতি রাখু দাস সহ অন্যান্যরা।