স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৪ ডিসেম্বর : বছরের শেষ প্রান্তে আগামী ১৮ ডিসেম্বর রাজ্য সফরে আসবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি স্বামী বিবেকানন্দ ময়দানে প্রধানমন্ত্রী আবাস যোজনার গৃহ প্রবেশ অনুষ্ঠানের উদ্বোধন করবেন। তাই আগরতলা শহরকে পরিচ্ছন্ন রাখতে স্বচ্ছ আগরতলা, শ্রেষ্ঠ ত্রিপুরার বিশেষ অভিযান গ্রহণ করা হয়েছে। তারই অঙ্গ হিসাবে বুধবার আগরতলা পুর নিগমের কনফারেন্স হলে এক বৈঠক অনুষ্ঠিত হয়।
১৩ ডিসেম্বর থেকে শুরু হয়েছে এই অভিযান। যা চলবে আগামী ১৭ ডিসেম্বর পর্যন্ত। এই সময়ে রাজ্য সরকার, আগরতলা পুর নিগম এবং সমস্ত সরকারী সংস্থাগুলি সাফাই অভিযানে অংশ নেবেন বলে জানান মেয়র দীপক মজুমদার। মেয়র এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে আরো জানান, আগরতলা শহর এমনিতে স্বচ্ছ রয়েছে। তার পরেও প্রধানমন্ত্রী দপ্তর থেকে বলা হয়েছে শহর আগরতলাকে স্বচ্ছ রাখার জন্য। সেই অনুযায়ী এই কর্মসূচী হাতে নেওয়া হয়েছে বলে জানান মেয়র দীপক মজুমদার। এই তিন দিনের কর্মসূচী শেষে প্রধানমন্ত্রীকে অবগত করা হবে তিন আগে আগরতলা শহরের কি অবস্থা ছিল এবং তিন পর কি অবস্থা হয়েছে। এদিন পুর নিগমের চারটি জোনালে বিশেষ কর্মসূচী হাতে নেওয়া হয়। শহরের বাজার, রাস্তা, জলাশয় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হবে। এই অভিযানে মন্ত্রী , বিধায়ক, কর্পোরেটার, সামাজিক সংস্থা, ক্লাব, বিশিষ্ট ব্যক্তিত্ব অংশ নেবেন। এদিন থেকে এই কর্মসূচীর সূচনা হয়েছে মুখ্যমমন্ত্রীর হাত ধরে বলে জানান মেয়র দীপক মজুমদার। প্রতিটি ওয়ার্ডে লাগানো হবে সচেতনতা মূলক ফ্ল্যাক্স বলে জানান মেয়র। এদিনের আয়োজিত গুরুত্বপূর্ণ বৈঠকে এছাড়াও উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, মেয়র ইন কাউন্সিলের সদস্য তুষার ভট্টাচার্য, কমিশনার শৈলেশ কুমার যাদব সহ অন্যান্য কর্পোরেটাররা।