স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৪ ডিসেম্বর : রাষ্ট্রীয় সন্ত্রাস নিয়ে সরব তৃণমূল কংগ্রেস। রাজ্য মানবাধিকার কমিশনের কাছে ডেপুটেশন প্রদান করে সুষ্ঠু তদন্তের দাবি জানানো হয় বুধবার। এদিন ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাজ্য মানবাধিকার কমিশনের নিকট ডেপুটেশন প্রদান করা হয়। ডেপুটেশনের সময় প্রতিনিধি দলের উপস্থিত ছিলেন তৃণমূলের নবনির্বাচিত প্রদেশ সভাপতি পিযূষ কান্তি বিশ্বাস, সাংসদ সুস্মিতা দেব সহ অন্যান্য নেতৃত্ব।
তৃণমূলের নবনির্বাচিত রাজ্য সভাপতি পিযূষ কান্তি বিশ্বাস জানান কিছু দিন ধরে যে কোন ধরনের আন্দোলন করতে গেলে পুলিশকে লেলিয়ে দেওয়া হচ্ছে। চলছে লাঠি পেটা, মিথ্যা মামলা ও আহত হওয়ার ঘটনা। এই সম্পর্কে কারুর কোন কিছু বলার অধিকার নেই। অতিসম্প্রিতি ১০৩২৩, এস টি জি টি-দের লাঠি পেটা করা হয়। এই লাঠি পেটা থেকে বাদ যায়নি গর্ভবতী মহিলা, ক্যান্সার রোগীরাও। এই সরকার প্রতিশ্রুতি রক্ষা করেনি বলেই মাঠে নামছে তারা। সামনেই নির্বাচন। আর নির্বাচন ঘনিয়ে গেলে এই সমস্ত কিছু পূরণ করা সম্ভব নয় বলে জানান তিনি। মানুষ প্রতীবাদ করলেই পুলিশ লেলিয়ে আক্রমন শানিত করা হচ্ছে বলেও অভিযোগ করেন। এস টি জি টি- উপর পুলিশের লাঠি পেটার ঘটনা নৃশংস। এই ঘটনা সম্পর্কে অবগত করতে রাজ্য মানবাধিকার কমিশনের নিকট ডেপুটেশন প্রদান করা হয়েছে বলে জানান রাজ্য সভাপতি। চেয়ারম্যানকে এই বিষয়ে জানানো হয়েছে বলে জানান তিনি। এদিকে রাজ্যে মানবাধিকারের লঙ্ঘন করা হচ্ছে বলে অভিযোগ তোলেন সাংসদ সুস্মিতা দেব। গনতান্ত্রিক দেশে আন্দোলন করার অধিকার সকলের রয়েছে। কিন্তু পুলিশ যে ভূমিকা নিচ্ছে তা মানবাধিকার লঙ্ঘন বলে দাবি করেন তিনি। রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারম্যান সঙ্গে কথা হয়েছে। তিনি উপযুক্ত পদক্ষেপ নেবেন বলে আশা ব্যক্ত করেন। একই সঙ্গে বলেন রাজ্য সরকার ও আরক্ষা প্রশাসনের বিরুদ্ধে তদন্ত করা অত্যন্ত গুরুত্ব পূর্ণ। সেই দাবিও জানানো হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে।