স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৪ ডিসেম্বর : বুধবার আগরতলা পুর নিগমের অন্তর্গত ৩৪ নং ওয়ার্ডের যুব সমাজ ক্লাব সংলগ্ন পুকুর ও তার আশপাশের এলাকা পরিদর্শন করেন মেয়র দীপক মজুমদার। তিনি বিভিন্ন উন্নয়ন মূলক কাজ ঘুরে দেখেন। কথা বলেন এলাকাবাসীর সাথে। তাদের বক্তব্য ছিল দীর্ঘ দিন ধরে এই পুকুর সংস্কার করা হয়নি। আগরতলা শহরে থাকা পুরাতন পুকুর গুলির মধ্যে অন্যতম জয়নগর মধ্য রাস্তায় অবস্থিত পুকুরটি।
এই পুকুরের সৌন্দার্যায়ন করা হয়েছিল। কিন্তু সময়ের সঙ্গে পুকুরটি সংস্কার জরুরি হয়ে পড়েছে। এলাকাবাসীর দাবি পুকুর সংস্কার করে পাকা ঘাট নির্মাণ করা। চারিপাশে আলোর ব্যবস্থা করার। সার্বিক ভাবে নতুন করে সাজিয়ে তোলা। এই বিষয় নিয়ে ক্লাবের কর্মকর্তাদের সঙ্গে বসবে পুর নিগমের আধিকারিকেরা। তারা সকলে বসে পুকুরকে সাজিয়ে তোলার পরিকল্পনা গ্রহণ করবে বলে পরিদর্শন শেষে জানান মেয়র দীপক মজুমদার। পুরবাসীর কাছে আহবান জানান সহযোগিতা করার জন্য। দীর্ঘ ২৫ বছরে যে কাজ হয়নি তা একদিনে করা সম্ভব নয়। তার পরেও যথেষ্ট কাজ গত এক বছরে করেছে পুর নিগম বলে জানান তিনি। মেয়রের সঙ্গে ছিলেন কর্পোরেটার জাহ্নবী দাস চৌধুরী, মেয়র ইন কাউন্সিলের সদস্য তুষার কান্তি ভট্টাচার্য, যুব সমাজ ক্লাবের সম্পাদক সুব্রত দে, সভাপতি সহ এলাকাবাসী।