Wednesday, January 15, 2025
বাড়িরাজ্যপ্রকল্পকে ১০০ শতাংশ সফল করার জন্য মনোযোগ দিয়ে কাজ করতে হবে :...

প্রকল্পকে ১০০ শতাংশ সফল করার জন্য মনোযোগ দিয়ে কাজ করতে হবে : মুখ্যমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৪ ডিসেম্বর :  প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে কোন ধরনের খামতি রাখা চলবে না। যে কোন প্রকল্পকে ১০০ শতাংশ সফল করার জন্য মনোযোগ দিয়ে কাজ করতে হবে। প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে জাতীয় স্তরে সুনাম অর্জন করেছে ত্রিপুরা রাজ্য। সেই সুনাম বজায় রাখতে হবে। সরকারি বিভিন্ন প্রকল্পের বিষয়ে সাধারন মানুষ এখনো জানে না। তাই সাধারন মানুষকে সরকারি প্রকল্পের বিষয়ে সচেতন করতে হবে। বুধবার আমার সরকার ওয়েব পোর্টাল নিয়ে প্রজ্ঞা ভবনে এক দিবসীয় কর্মশালার উদ্বোধন করে এ কথা বলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা।

 তিনি বলেন, সাধারন মানুষ যেন তাদের সমস্যার বিষয়ে সরকারকে জানাতে পারে তার জন্য রাজ্য সরকারের উদ্যোগে চালু করা হয় আমার সরকার ওয়েব পোর্টাল। সাধারন মানুষ তাদের সমস্যার কথা এই পোর্টালে জানালে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হয়। কর্মশালায় মুখ্যমন্ত্রী বক্তব্য রেখে বলেন, সরকারের যে কোন প্রকল্পের সুযোগ সুবিধা যেন মানুষ পায় তার দিকে নজর রাখতে হবে। সময় কম কাজ বেশি বলে জানান মুখ্যমন্ত্রী। অপরদিকে কর্মশালায় আলোচনা করতে গিয়ে উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মণ সুস্থায়ি উন্নয়নের উপর গুরুত্ব দেন। তিনি বলেন সুস্থায়ি উন্নয়ন করতে হবে। লোক দেখানোর জন্য কাজ করলে হবে না। সুস্থায়ি উন্নয়ন করতে পারলে তবেই সত্যিকারের উন্নয়ন হবে। পরিকল্পনা করে সুস্থায়ি উন্নয়ন করতে হবে। পূর্বতন সরকারের সময় পরিকল্পনা না করে অনেক গুলি কাজ করা হয়েছে। ফলে সেইগুলি মানুষের কাজে লাগছে না। রাজ্যের ৭৫ শতাংশ মানুষ গ্রামীণ এলাকায় বসবাস করে। তাই গ্রামীণ এলাকায় সুস্থায়ি উন্নয়ন করতে হবে বলে জানান উপমুখ্যমন্ত্রী। কর্মশালায় রাজ্য সরকারের বিশেষ সচিব সন্দীপ আর রাঠোড সহ অন্যান্যরা। কর্মশালায় এইদিন বেশ কয়েকটি ব্লককে পুরুস্কৃত করা হয়। মুখ্যমন্ত্রী সহ অন্যান্য আধিকারিকরা সংশ্লিষ্ট ব্লকের আধিকারিকদের হাতে পুরুস্কার তুলে দেন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য