স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৪ ডিসেম্বর : আগামী ১৮ ডিসেম্বর একদিনের সফরে রাজ্য আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন স্বামী বিবেকানন্দ ময়দানে একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী। বুধবার প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এ কথা জানান প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে রাজ্যের প্রায় তিন লক্ষ পরিবার ঘর পেয়েছে। এই পরিবার গুলোর গৃহ প্রবেশ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর রাজ্য সফরকে কেন্দ্র করে প্রদেশ বিজেপির উদ্যোগে ইতিমধ্যে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সমগ্র রাজ্যের প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর প্রাপকরা যেন এই অনুষ্ঠানে সামিল হতে পারে তার জন্য ইতিমধ্যে দলের পক্ষ থেকে জেলার প্রভারি সহ নেতৃত্বদের নিয়ে মিটিং করা হয়েছে। রাজ্য জুড়ে শুরু করা হয়েছে স্বচ্ছ ভারত অভিযান। এই সাফাই অভিযানে রাজ্যের মন্ত্রী, বিধায়ক, বিধায়িকা এবং দলের বিভিন্ন স্তরের নেতৃত্বরা অংশগ্রহণ করছে। প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে বুথে বুথে বুধবার থেকে সভা, মিটিং, স্কোয়াডিং করা হবে। বৃহস্পতিবার বিভিন্ন জেলায় দলের জেলা নেতৃত্বরা সাংবাদিক সম্মেলন করবে। পাশাপাশি প্রদেশ বিজেপির উদ্যোগে যে সাফাই অভিযান শুরু করা হয়েছে সেই সাফাই অভিযান ১৭ ডিসেম্বর পর্যন্ত চলবে। বুথে বুথে স্কোয়াডিং চলবে ১৭ ডিসেম্বর সন্ধ্যা পর্যন্ত। আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই দিনের এছাড়া উপস্থিত ছিলেন, প্রদেশ বিজেপির মুখ্য মুখপাত্র সুব্রত চক্রবর্তী এবং মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য।