স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৪ ডিসেম্বর : সম্প্রতি স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে একাধিক নতুন গাড়ি ক্রয় করা হয়। বুধবার প্রজ্ঞাভবন প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে স্বাস্থ্য দপ্তরের নতুন গাড়িগুলির সূচনা করা হয়। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অধিকর্তা রাধা দেববর্মা, পশ্চিম জেলার স্বাস্থ্য আধিকারিক সহ অন্যান্যরা।
মুখ্যমন্ত্রী সহ অন্যান্যরা সবুজ পতাকা নেড়ে স্বাস্থ্য দপ্তরের নতুন গাড়ি গুলির সুচনা করেন। পরে মুখ্যমন্ত্রী এক সাক্ষাৎকারে জানান স্বাস্থ্য দপ্তরের আগে যেই সকল গাড়ি গুলি ছিল, সেই গাড়ি গুলি দিয়ে সকল জায়গায় পরিষেবা পৌঁছে দিতে কিছুটা সমস্যা হচ্ছে। তাই ভালো মানের নতুন গাড়ি ক্রয় করা হয়েছে। এই নতুন গাড়িগুলি দিয়ে সকল জায়গায় পরিষেবা পৌঁছে দেওয়া সম্ভব হবে বলে আশা ব্যক্ত করেন তিনি।