স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৩ ডিসেম্বর : রানিবাজার মরা চৌমুহনী এলাকায় বাসের ধাক্কায় গুরুতর ভাবে আহত ব্যক্তির মৃত্যু। মৃত ব্যক্তির নাম পরমেশ্বর দেবনাথ। বয়স ৬০ বছর। বাসের ধাক্কায় গুরুতর আহত বৃদ্ধকে দমকল কর্মীরা মরা চৌমুহনি এলাকায় থেকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে আসে। ঘটনার বিবরণে জানা যায়, সকালে রানীবাজার থানার পুলিশের পক্ষ থেকে রানীরবাজার দমকল কর্মীদের জানানো হয় মরা চৌমুহনী এলাকায় রাস্তার পাশে এক ব্যক্তি রক্তাক্ত অবস্থায় পরে রয়েছে।
সেই সংবাদের ভিত্তিতে দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে ছুটে যায় এবং আহত ব্যক্তিকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে আসে। কিন্তু কিছুক্ষণ পরেই মৃত্যুর কোলে ঢলে পড়ে পরমেশ্বর দেবনাথ নামে এই ব্যক্তি। মৃত ব্যক্তির ছেলে জানান, গাড়িটি আটক করে স্থানীয়রা রানীরবাজার থানার পুলিশের হাতে তুলে দিয়েছে। মৃতদেহ ময়না তদন্তের পর পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হয়। কান্নায় ভেঙে পড়ে পরিবারে লোকজনেরা।