স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৯ ডিসেম্বর : রাজধানীর আই জি এম হাসপাতালের কর্মীদের উদ্যোগে শুক্রবার মেগা রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিন আই জি এম হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে এক অনুষ্ঠানের মাধ্যমে কর্মীরা স্বেচ্ছায় রক্তদান করেন।
উপস্থিত ছিলেন আইজিএম হাসপাতালে সুপার ডাঃ শর্মিলা সরকার সহ অন্যান্যরা। হাসপাতালের কর্মী সহ নার্সিং পড়ুয়া ছাত্র ছাত্রীরা রক্তদান করেন। ব্লাড ব্যাঙ্ক গুলিতে যাতে রক্তের অভাব না হয় তার জন্য এগিয়ে এসেছে হাসপাতালের কর্মীরা। পরে রক্তদাতাদের উৎসাহিত করেন তারা। শিবির থেকে প্রায় ১৫০ ইউনিট রক্ত সংগ্রহ করা হয়।