Tuesday, January 21, 2025
বাড়িরাজ্যজে এম সি ১০,৩২৩ -এর মানববন্ধন কর্মসূচি

জে এম সি ১০,৩২৩ -এর মানববন্ধন কর্মসূচি

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৯ ডিসেম্বর : পূর্ব নির্ধারিত সুচি অনুযায়ী শুক্রবার মানব বন্ধন কর্মসূচী পালন করল জয়েন্ট মুভমেন্ট কমিটি ১০,৩২৩ -এর চাকরিচ্যুত শিক্ষক শিক্ষিকারা। দাবি আর টি আই এবং পেরা ১০৭ কে মান্যতা দিয়ে ১০,৩২৩ শিক্ষকদের, শিক্ষকতায় পুনর্বহাল করার। সেই মোতাবেক এদিন সার্কিট হাউস এলাকায় রাস্তার দুপাশে প্ল্যাকার্ড হাতে মানব বন্ধনে সামিল হয় চাকুরিচ্যুত শিক্ষক শিক্ষিকারা।

মুখ্যমন্ত্রী তথা মন্ত্রী সভার সদস্যদের কাছে এই ক্ষেত্রে মানবিক আবেদন জানায় জয়েন্ট মুভমেন্ট কমিটি ১০,৩২৩। এদিন কর্মসূচি সম্পর্কে জানাতে গিয়ে জয়েন্ট মুভমেন্ট কমিটি ১০,৩২৩-র নেতা কমল দেব জানান, মুখ্যমন্ত্রী প্রথম পর্যায়ে ১০,৩২৩-র বিষয় নিয়ে লিগ্যাল এডভাইজারদের সঙ্গে বৈঠক করেছেন। দ্বিতীয় পর্যায়ের বৈঠক করতে পারেন নি বিভিন্ন ব্যস্ততার জন্য। এদিনের মানব বন্ধনের মাধ্যমে শেষ বারের মত মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানানো হয় দ্বিতীয় পর্যায়ের বৈঠকে বসে প্রতিশ্রুতি মোতাবেক সমস্যা সমাধান করার জন্য। আর টি আই এবং পেরা ১০৭ কে মান্যতা দিয়ে তাদের বিদ্যালয় মুখি করার আহ্বান জানান তারা। ৩৬ মাস যাবত বেতন বন্ধ। এর মধ্যে ১৪৬ জন প্রয়াত হয়েছেন। তাদের পীঠ দেওয়ালে ঠেকে গেছে। এই অবস্থায় চাকুরীতে পুনর্বহাল করার দাবি জানানো হয় শেষ বারের মত। এবং এক সপ্তাহের মধ্যে স্কুলমুখী করার জন্য দাবি জানান তিনি।

অপর একজন চাকুরিচ্যুত শিক্ষিকা জানান, নির্বাচন ঘোষণা হলে আর প্রতিশ্রুতি পালন হবে না। এবং গত ৫ বছর আগে সরকার যে প্রতিশ্রুতি দিয়ে সরকারের প্রতিষ্ঠিত হয়েছে সেই প্রতিশ্রুতি কতটা পালন হয়েছে, তার জবাব চাওয়া হবে। বর্তমান সরকারের আমলে একটি পরিবারের কাছে গিয়েও সরকার বাহাদুর খোঁজখবর নেন নি। তাই সরকারের কাছে শেষবারের মতো দাবি জানানো হচ্ছে স্থায়ী সমাধান করার জন্য বলে জানান তিনি।

১০,৩২৩ কে পুনর্বহাল না করে নির্বাচন গাওয়া সম্ভব নয়। ১ লক্ষ মানুষের ভোট পাওয়া থেকে বঞ্চিত হবে। রাজনীতি করা হলে তারাও দেখিয়ে দেবে বলে চরম হুশীয়ারী দেয় তারা। এদিন দুই ঘণ্টার জন্য চলে মানব বন্ধন কর্মসূচী।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য