স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৯ ডিসেম্বর : দন্ত চিকিৎসকরা অনেক সময় ভুলে যায়, তারা একজন দন্ত চিকিৎসক। তাদের মধ্যে অনেক সময় দায়সারা ভাব চলে আসে। এই মনোভাব থেকে বেরিয়ে আসতে হবে। দায়িত্ব নিয়ে সঠিক পরিষেবা প্রদান করতে হবে। দায়িত্ব প্রতিপালনে গাফিলতি কোন অবস্থায় সরকার মেনে নেবে না বলে ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশন ত্রিপুরা রাজ্য শাখার উদ্যোগে প্রজ্ঞাভবনে অনুষ্ঠিত ২১ তম বার্ষিক ডেন্টাল কনফারেন্সে আলোচনা করতে গিয়ে এমনটা বলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা।
কনফারেন্সে আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা আরো বলেন এক জন চিকিৎসকের চেহারায় তার কাজের প্রতিফলন ঘটে। দেনা পাওনার বিষয় থেকে বেরিয়ে আসতে হবে। বর্তমানে যোগাযোগ ব্যবস্থার যথেষ্ট উন্নতি হয়েছে। যেখানে পোস্টিং দেওয়া হবে সেখানে সঠিক ভাবে কাজ করতে হবে। পারিবারিক কোন সমস্যা থাকলে সরকার দেখবে। একজন দন্ত চিকিৎসককে চিকিৎসা পরিষেবা প্রদানের পাশাপাশি সমাজের জন্যও এগিয়ে আসতে হবে। এইদিনের কনফারেন্সে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ছাড়াও উপস্থিত ছিলেন স্বাস্থ্য দপ্তরের সচিব দেবাশিষ বসু, জাতীয় স্বাস্থ্য মিশনের অধিকর্তা শুভাশিষ দাস সহ অন্যান্যরা। কনফারেন্সে এইদিন সমগ্র রাজ্য থেকে দন্ত চিকিৎসকরা অংশগ্রহণ করেছে।