স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৫ ডিসেম্বর : চাকরিচ্যুত শিক্ষক-শিক্ষিকাদের টার্মিনেশন পেপার প্রদান করা, নয়তো স্কুলমুখী করার দাবিতে আগামী পদক্ষেপ কী হবে তা নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে জয়েন্ট মুভমেন্ট কমিটি ১০,৩২৩ এবং আমরা ১০,৩২৩ শিক্ষক সংগঠনের হলসভা রবিবার আগরতলা মাতঙ্গিনী প্রীতিলতা ভবনে অনুষ্ঠিত হয়।
এদিন দুই সংগঠনের নেতৃত্বরা সারা রাজ্যে চাকরিচ্যুত শিক্ষকদের জেলা এবং মহকুমা স্তরের নেতৃত্বদের সাথে কথা বলে আগামী কর্মসূচির নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করেন। জয়েন্ট মুভমেন্ট কমিটির কনভেনার বিজয় কৃষ্ণ সাহা জানান, গত ১০ নভেম্বর রাজ্য শিক্ষা অধিকর্তার কাছে ডেপুটেশন দিয়ে দাবি জানানো হয়েছিল তিনি যাতে টারমিনেশন পেপার প্রদান করেন, নয়তো চাকরিচ্যুত শিক্ষক-শিক্ষিকাদের স্কুলমুখী করার সিদ্ধান্ত গ্রহণ করেন। পরবর্তী সময়ে তিনি এ বিষয়ে সময় চেয়েছিলেন। কিন্তু দেখা গেছে নির্ধারিত সময়ের মধ্যে সদুত্তর দেননি। এখন পর্যন্ত কোন আশ্বাস পাওয়া যায়নি শিক্ষা অধিকার্তার কাছ থেকে।
তাই আজকের বৈঠক থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী কর্মসূচি কি হবে। তবে চাকুরিচুত্যদের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হচ্ছে আগামী লড়াই হবে কঠিন। চাকুরি নিয়েই বাড়ি ফিরবে শিক্ষক-শিক্ষিকার। কারণ ২০১২ সালে শিক্ষকরা যদি একই রিতি নিতিতে চাকরি করতে পারেন তাহলে কেন চাকরি করতে পারবেন না ১০,৩২৩, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। সরকারের উদ্দেশ্যে তিনি বলেন রাজনীতির ঊর্ধ্বে উঠে আলোচনার মাধ্যমে যাতে সমস্যার সমাধান করা হয়।
১২৭ নম্বর প্যারা বিবেচনা করে চাকুরি প্রদান করা সম্ভব বলে অভিমত ব্যক্ত করেন তিনি। হল সভার পর চাকরিচ্যুত শিক্ষকদের একটি প্রতিনিধি দল জানান, আগামী ১০ ডিসেম্বর চাকরিচ্যুত শিক্ষক-শিক্ষিকাদের পক্ষ থেকে পুনরায় দপ্তরের অধিকর্তার কাছে সদোত্তরের জন্য যাওয়া হবে। অধিকর্তার কাছ থেকে যদি সদুত্তর না পাওয়া যায় তাহলে গণ অবস্থান, শিক্ষা অধিকর্তার অফিস ঘেরাও, মহাকরণ অভিযান সহ বিভিন্ন আন্দোলন করা হবে বলে জানায়। হল সভায় এদিন এছাড়াও উপস্থিত ছিলেন অজয় দেববর্মা, কমল দেব, প্রশান্ত দেববর্মা সহ অন্যান্যরা।