Monday, February 10, 2025
বাড়িরাজ্যবিবৃতির মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রীর আইনানুগ ব্যবস্থার দাবি বিরোধী দলনেতার

বিবৃতির মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রীর আইনানুগ ব্যবস্থার দাবি বিরোধী দলনেতার

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৫ ডিসেম্বর : শনিবার রাজ্যে দুই টি এস আর অফিসার হত্যার ঘটনায় উদ্বেগ প্রকাশ করলেন বিরোধী দলনেতা মানিক সরকার। উচ্চ পর্যায়ের তদন্ত দাবি জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে। রবিবার তিনি একটি বিবৃতি মাধ্যমে জানিয়েছেন শনিবার টিএসআর -এর দুই অফিসারের মৃত্যু অত্যন্ত মর্মান্তিক।

নিহিত টিএসআর জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি। এবং তিনি বিবৃতিতে উল্লেখ করেন, এই বেদনাদায়ক ঘটনার জন্য দায়ী ও অপরাধী জওয়ানদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করতে। এর জন্য পুলিশ ও স্বরাষ্ট্র দপ্তর দ্রুত ব্যবস্থা নেবে বলে বিশ্বাস। অবিলম্বে সমস্ত ঘটনার উচ্চ পর্যায়ের তদন্ত করার জন্য মুখ্যমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে ব্যবস্থা গ্রহণ করতে জানান তিনি। টিএসআর -এর মতো একটি গুরুত্বপূর্ণ বাহিনীর পরিচালনায় ত্রুটি দুর্বলতা চিহ্নিত করে দ্রুত তা অপসারণে কার্যকরী ভূমিকা পালন করার জন্য জানান। পাশাপাশি নিহিত দুই জওয়ানের পরিবারের পাশে সর্বতোভাবে সরকারকে দাঁড়ানোর জন্য আহবান করেন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য