Friday, February 14, 2025
বাড়িরাজ্য৬ ডিসেম্বর বনধের ডাক পাতাল কন্যার

৬ ডিসেম্বর বনধের ডাক পাতাল কন্যার

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৫ ডিসেম্বর : শনিবার মধুপুর থানাধীন কোনাবন জি সি এস ও এন জি সি -তে কর্মরত এক টি এস আর জওয়ানের গুলিতে নিহত হয় দুই টি এস আর অফিসার। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ত্রিপুরা পিপলস ফন্ট আগামী ৬ ডিসেম্বর বনধের ডাক দিয়েছে। এবং বিবৃতির মাধ্যমে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদ জানায় ত্রিপুরা পিপলস ফন্ট।

 এদিন বিবৃতির মাধ্যমে ত্রিপুরা পিপলস ফন্টের সভানেত্রী পাতাল কন্যা জমাতিয়া জানান ত্রিপুরা স্টেট রাইফেলসের কমান্ডেন্ট মার্ক হাসিন জমাতিয়া এবং নায়ব সুবেদার কিরণ কুমার জমাতিয়াকে দিবালোকে হত্যার প্রতিবাদে আগামী ৬ ডিসেম্বর একদিনের ত্রিপুরা ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। তিনি প্রতিবাদ জানিয়ে বলেন রাজ্যের জনগণের নিরাপত্তা রক্ষা করার জন্য যাদের নিয়োজিত করা হয় তারাই নিরাপত্তাহীনতায় ভুগলে জনগণকে রক্ষা করবে কে ? টুইপ্রাসা বোরোক জনগণ কোনো-না-কোনোভাবে রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকার হয়ে জীবন কাটাচ্ছে। এবং প্রশাসন থেকে বলা হচ্ছে ছুটির জন্য এই ধরনের হত্যাকাণ্ড ঘটেছে। এ ধরনের ঘটনার কোন বিচার হচ্ছে না। পূর্ব রাজ্যে এই ধরনের ঘটনা ঘটেছে। কিন্তু এভাবে হত্যা এবং মিথ্যাচার গ্রহণ করা হবে না। দোষীদের অবশ্যই দ্রুত বিচার করতে হবে। তিনি আরো বলেন সরকারি ক্ষতিপূরণ অত্যন্ত নগণ্য। নিহত পরিবারকে অবশ্যই ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে। পরিবারে সরকারি চাকুরি প্রদান করার দাবি জানান তিনি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য