স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৮ ডিসেম্বর : রাজ্যের গ্রামীন এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজকে ত্বরান্বিত করার জন্য গ্রামোন্নোয়ন দপ্তরের চারটি নতুন সার্কেল অফিস, ছটি নতুন ডিভিশন অফিস এবং ১৯ টি নতুন আর ডি সাব ডিভিশন অফিস চালু হয়েছে। নতুন এই অফিস গুলি নিয়ে বর্তমানে রাজ্যে মোট আটটি সার্কেল অফিস, ১৮ টি ডিভিশন অফিস এবং ৪২ টি আর ডি সাব ডিভিশন অফিস রয়েছে।
বৃহস্পতিবার মহাকরণে সাংবাদিক সম্মেলন করে জানান গ্রাম উন্নয়ন দপ্তরের বিশেষ সচিব ডা সন্দীপ আর রাঠোর। তিনি আরো জানান গ্রাম উন্নয়ন দপ্তরের নতুন চারটি সার্কেল অফিস হচ্ছে ধর্মনগর , খোয়াই , বিশ্রামগঞ্জ এবং শান্তিরবাজার। ইতিমধ্যেই গ্রাম উন্নয়ন দপ্তরে ৩০১ টি ইঞ্জিনিয়ারিং পদ এবং ৭৩ টি অন্যান্য ও মিনিস্ট্রিয়াল স্টাফ এবং গ্রুপ ডি পদ সৃষ্টি করা হয়েছে। এদিন আমার সরকার ওয়েব পোর্টালটি সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন তিনি। আমার সরকার ওয়েব পোর্টালটি উদ্বোধনের পর থেকে এখনো পর্যন্ত প্রায় এক হাজার ৫০০ টি অভিযোগ এসেছে। গ্রাম উন্নয়ন দপ্তর এই পোর্টালের নোডাল দপ্তরের দায়িত্ব রয়েছে। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন গ্রাম উন্নয়ন দপ্তরের চিফ ইঞ্জিনিয়ার স্বপন কুমার দাস, পঞ্চায়েত দপ্তরের অধিকর্তা দেবানন্দ রিয়াং।