স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৮ ডিসেম্বর : ত্রিপুরা রাজ্যে দীর্ঘদিনের দাবি ছিল এমপ্লয়িজ স্টেট ইন্সুরেন্স কর্পোরেশন হাসপাতাল স্থাপন করার। কেন্দ্রীয় সরকার এই হাসপাতাল স্থাপনের জন্য প্রস্তাবের অনুমোদন দিয়েছে। রাজ্য সরকার এই হাসপাতালের জন্য ৫ একর জমি বরাদ্দ করবে। আগরতলা শহরে বা বোধজং নগরে হবে এই হাসপাতাল। এর জন্য ৫০ থেকে ৭০ কোটি টাকা ব্যয় হবে।
এতে ১৬ হাজার আইপি হোল্ডারের সাথে ৬০ হাজার মানুষ উপকৃত হবে। বৃহস্পতিবার মহাকরণে কেন্দ্রীয় সরকারকে শুভেচ্ছা জানিয়ে সাংবাদিক সম্মেলনে এ বিষয়ে জানান শ্রম দপ্তরের মন্ত্রী ভগবান দাস। পাশাপাশি আগরতলা শহরে রিজিওনাল অফিস করা হবে। তিনি আরো বলেন রাজ্যে ২০ ধরনের শ্রমিক রয়েছে। এর মধ্যে রয়েছে সাফাই কর্মী, কর্মকার শ্রমিক, সিকিউরিটি গার্ড সহ বিভিন্ন ধরনের শ্রমিক রয়েছে। তাদের সকলের বেতন ভাতা বর্তমান সরকার বৃদ্ধি করেছে। গত ৩০ সেপ্টেম্বর এই ন্যূনতম মজুরি সংশোধন করা হয়। ১৩.৩৩ শতাংশ মজুরি বৃদ্ধি করা হয়েছে। এতে উপকৃত হবে রাজ্যের সমস্ত অংশের শ্রমিকরা। মন্ত্রী ভগবান দাস আরো জানান মহিলা নির্মাণ শ্রমিকদের বিয়ের সময় ও প্রসবের সময় আর্থিক সহযোগিতা প্রদান করা হয়। সরকার শ্রমিকদের আর্থিক ও সামাজিক উন্নয়নে যথেষ্ট আন্তরিকতা দেখিয়ে এই উদ্যোগগুলি গ্রহণ করেছে। এতে সারা রাজ্যের শ্রমিকরা খুশি বলে জানান মন্ত্রী ভগবান চন্দ্র দাস।